1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৮ Views

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মারক প্রকাশনাটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটির সম্পাদক স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান। বইটি নতুন প্রজন্মের জন্য জাতির পিতার রাজনৈতিক জীবন ও অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মারক প্রকাশনা ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ পেপারবুকের মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় বক্তব্য দেয়ার পর আওয়ামী লীগ সভাপতি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’-এর মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটির সম্পাদক স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান। বিশেষ এই প্রকাশনা নতুন প্রজন্মের জন্য জাতির পিতার রাজনৈতিক জীবন ও অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের সার্বিক মুক্তি এবং মাতৃভূমির স্বাধীনতার জন্য। মহান মাতৃভাষা আন্দোলনে বাঙালির মানসে যে আত্মচেতনার উন্মেষ ঘটেছিল, বঙ্গবন্ধু তা ধাপে ধাপে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে উপনীত করেছেন।

পরাধীনতার নিগড় থেকে মুক্ত হওয়ার জন্য পুরো বাঙালি জাতিকে এক সুকঠিন ঐক্যে জোটবদ্ধ করেছেন বঙ্গবন্ধু। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য তিনি ব্যক্তিস্বার্থের গণ্ডি পেরিয়ে অপরিসীম আত্মত্যাগ, জুলুম-নির্যাতন, মৃত্যুভয় উপেক্ষা করে অবিচলভাবে জাতিকে জাগানোর জন্য কাজ করে গেছেন।

যৎসামান্য দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সমরবিদ্যায় সুশিক্ষিত ও বিপুল অস্ত্রধর হানাদার পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাঙালি জাতিকে সাহসী করেছেন এই জননেতা। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা, এমন নেতৃত্ব নজিরবিহীন। তার নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে বাঙালি তার চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে।

কিন্তু দেশ স্বাধীন হলেও বাঙালির প্রাণের নেতা তখনও পাকিস্তানের কারাগারে বন্দি। তাকে ছাড়া বাঙালির স্বাধীনতা তথা বিজয়ের আনন্দ ছিল অসম্পূর্ণ। জাতির পিতার মুক্তির জন্য বাঙালির দাবি আর বিশ্ব নেতৃবৃন্দের চাপে পাকিস্তানি জান্তারা অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাকে মুক্তি দিতে বাধ্য হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন ও ভারত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত স্বাধীন দেশের মাটিতে পা রাখেন। সেদিন বিজয়ী বাঙালি তাদের মহানায়ককে বরণ করতে এক অবিস্মরণীয় সংবর্ধনার আয়োজন করে।

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’ শিরোনামের পেপারবুকটি প্রকাশ করা হয়েছে। বইটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। প্রকাশক ইয়াসিন কবীর জয়।

বিশেষ এই প্রকাশনায় ১৯৫৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কালে দেশের যেসব পত্রিকায় বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য ঘটনা প্রকাশ হয়েছিল, সেসব পত্রিকার প্রথম পাতা সংকলিত হয়েছে।

অফসেট কাগজে ছাপা, শক্ত মলাটে বাঁধাই করা ১০০ পৃষ্ঠার বইটিতে দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক পাকিস্তান ও পরবর্তীতে দৈনিক বাংলা, দৈনিক সমাজ, দ্য মনিং নিউজ, দ্য পিপলস, পাকিস্তান ও বাংলাদেশ অবজারভার প্রভৃতি পত্রিকার ৯৫টি পেপার কাটিং রয়েছে।

প্রচ্ছদ ও গ্রন্থপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ। বইটির মূল্য ২ হাজার টাকা। পাওয়া যাবে জয়ীতা প্রকাশনীর ২০/২১ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে। ফেব্রুয়ারিতে অমর একুশের বইমেলায়ও জয়ীতা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION