আটলান্টিকসংবাদ ডেস্ক: সন্তানের সফলতাই প্রত্যেক পিতা-মাতার জন্য পৃথিবীতে সবছেয়ে বড় প্রাপ্তি। আর সেই সফলতা যদি আসে একই সময়ে দুই সন্তানের কাছ থেকে তাহলে পিতা-মাতার আনন্দের সীমা বেড়ে যায় বহুগুন। যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির আটলান্টিক সিটি হাইস্কুলের প্রায় সাড়ে চার শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে ২য় স্থান অর্জন করেছেন ইশতিয়াক হোসেন এবং ৪র্থ স্থান অর্জন করেছেন ইশরাক হাসান । অবিশ্বাস্য হলেও সত্যি তারা দুইজনই জমজ ভাই।বাংলাদেশের নরসিংদী জেলার সন্তান ইকবাল হোসেনের এই দুই জমজ সন্তানের সাফল্য একদিকে যেমন গৌরবান্নিত করেছে তার পরিবারকে অন্যদিকে তাদের এই সাফল্যে আনন্দিত হয়েছেন সিটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশী।
ইশতিয়াক হোসেন বিশ্বের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত প্রিন্সটন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইশরাক হাসান বিশ্বের আরেকটি অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় নিউইর্য়ক ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে পড়ার সুযোগ পেয়েছেন।
ইকবাল হোসেন এবং জিনাত পারভিনের মেধাবী দুই সন্তান গেম খেলার প্রতি মনোযোগী না হয়ে পড়াশোনার প্রতি বেশী মনোযোগী ছিলেন বলে জানান গর্বিত পিতা ইকবাল হোসেন। তিনি বলেন দুই ভাই পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলো। বই পড়ার পাশাপাশি বাইকিং, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং নতুন নতুন রেষ্টুরেন্টে বন্ধুদের নিয়ে সময় কাটাতেন মেধাবী এই দুই তরুন। ইশতিয়াক হোসেন ছিলেন লিও ক্লাবের সভাপতি এবং ইশরাক হাসান ছিলেন ট্রেজারাার। এছাড়াও রোবোটিক টিম,দ্যা ওয়া্ড কালচারস ক্লাব, ব্যাডমিন্টন ক্লাব এবং দ্যা হোপফরএসি ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন তারা দুইজনই।
আটলান্টিক সিটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে অতীতে দুই ভাই একসাথে বক্তব্য দেয়ার রেকর্ড না থাকলেও এইবারই প্রথম স্যালুতাতোরিয়ান ইশতিয়াক হোসেন তার ভাই ইশরাক হাসানকে সাথে নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন। ইশতিয়াক হোসেন বক্তব্যে তাদের পিতা-মাতার অবদানের কথা অকপটে শিকার করে তাদের দুই ভাইয়ের ভবিষ্যতের ব্যাপারে আস্থা ও বিশ্বাস রাখার জন্য বাবা এবং মাকে ধন্যবাদ জানান।
গত কয়েক বছরের ন্যায় বাংলাদেশী শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী বাংলাদেশী আমেরিকান ৭ জন শিক্ষার্থী।মেধা তালিকার সেরা দশে স্থান করে নিয়েছেন ফাইজা ফারুক, ইশতিয়াক হোসেন, তানজিয়া চৌধুরী, ইশরাক হোসেন, তাসনূভা তায়েভা, আমেরা মোজাম্মল এবং নাদেরা মান্নান।
ইশতিয়াক হোসেন এবং ইশরাক হোসেনসহ অন্যান্য বাংলাদেশী শিক্ষার্থীদের এই সাফল্যে অভিন্দন জানিয়েছেন নিউজার্সী স্টেট সাউথ বিএনপি এবং বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাইছার এবং বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সাধারন সম্পাদক সাঈদ দোহা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাষ্টাস এলামনাই এসোসিয়েশনের সভাপতি আকবর হোসাইন, সাধারন সম্পাদক মীর হোসাইন, বাংলাদেশ প্রেস ক্লাব অফ আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোঃ শাহীন, ,আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী লিটনসহ সিটির গন্যমান্য ব্যক্তিবর্গ।