1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

আটলান্টিক সিটিতে “নেক্সেটজেন আইটি প্রফেশনালস” এর উদ্যোগে পিঠা উৎসব এবং ইংরেজী নববর্ষের অনুষ্ঠান।

আকবর হোসাইন
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৩৪ Views

আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ শনিবার অনুষ্ঠিত হয় গেল  নিউজার্সী অঙ্গরাজ্যের  আটলান্টক সিটির আইটি সংগঠন “নেক্সেটজেন আইটি প্রফেশনালস” এর উদ্যোগে পিঠা উৎসব এবং ইংরেজী নতুন বর্ষবরন। মূলতঃ সংগঠনটির মহিলা সদস্যদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ভিন্নধর্মী এই পিঠা উৎসবের। আটলান্টিক সিটির বাংলাদেশী মহিলাদের আইডল হিসাবে পরিচিত  আইটি ইঞ্জিনিয়ার ফাতেমা ইয়াসমিন, রোমানা পলি, মরিয়ম বেগম, আল সালমা চৌধুরী, রিফাত জাহান, সালমা পারভীন, পপি দাশ গুপ্ত, সাবরিনা কায়েসের সার্বিক পরিকল্পনায় এবং সহযোগিতায় পিঠা উৎসব এবং ইংরেজী নতুন বর্ষবরন অনুষ্ঠান সফলভাবে আয়োজন সম্ভব হয়েছিল বলে জানান ফাতেমা ইয়াসমিন।

২০১৩ সালে আটলান্টক সিটির বাংলাদেশীদেরকে  অড জব থেকে বের করে এনে ছয় ডিজিট বেতনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পিপলএন্ডটেকের যাত্রা শুরু করেন  ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।গত ৯ বছরে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী পিপলএন্ডটেকের প্রশিক্ষন নিয়ে চাকুরী পেয়েছে। ২০১৩ সালে বাংলাদেশীদেরকে আইটি প্রশিক্ষন দেয়ার প্রত্যয় নিয়ে পিপলএন্ডটেকের যাত্রা শুরু করলেও ইতিমধ্যে বাংলাদেশীদের গন্ডি ফেরিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রশিক্ষনার্থীদের কাছে পৌঁছে গেছে । বর্তমানে বাংলাদেশী প্রশিক্ষনার্থীদের পাশাপাশি ভর্তি হচ্ছে অন্যান্য দেশের প্রশিক্ষনার্থীরা। তাই প্রশিক্ষনার্থী এবং প্রশিক্ষিত শিক্ষার্থীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের ফরচুন ফাইভ হানন্ড্রেট কোম্পানীসহ নামকরা কোম্পানীতে দীর্ঘদিন ধরে ম্যানেজার, সুপারভাইজার, এবং সিনিয়ার গুরুত্বপূর্ন পদে কর্নমরত আছেন তাদের মধ্যে সেতুবন্ধন তৈরীর লক্ষ্য নিয়ে পিপলএন্ডটেকের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং প্রশিক্ষনপ্রাপ্ত  এলামনাইদেরকে নিয়ে দীর্ঘ চার মাস আলাপ আলোচনা শেষে গঠন করা হয়েছে নেক্সেটজেন আইটি প্রফেশনালস সংগঠন।

এ সংগঠনটি একদিকে যেমনি আইটির সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে ঠিক তেমনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে আইটি চাকুরীতে অনুপ্রানীত করা এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাবে।  আইটি জবে বর্তমানে যারা কাজ করছেন তাদের অধিকাংশই পরিশ্রান্ত হয়ে পড়েন সপ্তাহ শেষে। এখন আর অপেক্ষা করতে হবে না বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে ক্লান্তি দূর করার জন্য। তাদের এই ক্লান্তি  দূর করার লক্ষ্যে  “নেক্সেটজেন আইটি প্রফেশনালস সংগঠনটি প্রতি মাসে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। এই ধরনের একটি সংগঠনের স্বপ্ন বুনন শুরু হয়েছিল পিপলএন্ডটেক আটলান্টিক সিটির প্রশিক্ষক এবং যুক্তরাষ্টের হোমল্যান্ড সিকিউটির সিনিয়ার সফটওয়ার ইঞ্জিনিয়ার মীর হোসেনের পরিকল্পনার মধ্যে দিয়ে। বর্তমানে সংগঠনটির সাথে সম্পৃক্ত আছেন প্রায় ৭০ জন  পিপলএন্ডটেক এলামনাই। যারা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছেন একে অপরের সাথে। মীর হোসেন জানান আইটি প্রশিক্ষন এবং আইটিতে কর্মরত যে কোন ব্যাক্তি নেক্সেটজেন আইটি প্রফেশনালস এর সদস্য হতে পারবে। তিনি বলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ আমাদেরকে আইটি জবের পথ দেখিয়েছেন। এই পথকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের সবার।

দুপুর দুইটায় পিপলএন্ডটেক আটলান্টিক সিটি ক্যাম্পাসে পিঠা উৎসব এবং ইংরেজী নতুন বর্ষবরনের উদ্ভোধন করেন মীর হোসেন হেভেন। অনুষ্ঠানের প্রারম্ভে এই অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরার পর তিনজনকে দায়িত্ব দেয়া হয় সেরা পিঠা প্রস্তুতকারীকে খুঁজে বের করার জন্য। এরপর শুরু হয় পিঠা খাওয়ার পালা। অনুষ্ঠানে উপস্থিত অর্ধশতাধিক আইটি পরিবারের সদস্যবৃন্দ পিঠা খাওয়ার পর । পরিবেশনায় করা হয়  সুস্বাদু দুপুরের খাবার। আইটি পরিবারগুলোর সুন্দর এবং সুশৃংখল আয়োজনের অন্যতম অংশ ছিল সংগীতানুষ্ঠানের আয়োজন।

ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী  এবং পিপলএন্ডটেক এলামনাই সফটওয়ার ইঞ্জিনিয়ার নিলাদ্র্রী শেখর চৌধুরীর মনমাতানো সংগীত পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন উপস্থিত সবাই। এরপর সংগীত পরিবেশন করেন খাজা রহমান অন্তর  এবং কাজী শহিদুল ইসলাম লিটন। সেরা পিঠা প্রস্তুতকারীদেরকে পুরুষ্কার প্রদান এবং রহমান বাবুলের সহধর্মীনি রোমানার নববর্ষের কেক পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION