আজ সারাদেশে বই উৎসব উদযাপিত হবে। এদিন ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় মাধ্যমিকের বই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এছাড়া দেশের এমপি-মন্ত্রীসহ বিশিষ্টজনের অংশগ্রহণে দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই বই উৎসব পালন করা হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বছরের পাঠ্য বই।
এ বছর নানা সংকটের কারণে বই ছাপায় ধীরগতি দেখা দেয়। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এ পর্যন্ত মাধ্যমিকের ৮১ শতাংশ এবং প্রাথমিকের ৭০ শতাংশ বই সারা দেশে সরবরাহ করা হয়েছে। বাকি বই আগামী ১০ জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।
মুদ্রণ ও এনসিটিবি উভয়পক্ষই জানিয়েছে, কাগজ সংকটের কারণে নিউজপ্রিন্টে ছাপানো হচ্ছে বই। আর ১ জানুয়ারি পাঠ্যক্রম অনুযায়ী সব বই পাবে না শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, আমরা ৮০ ভাগ বই পৌঁছে দেয়ার চেষ্টা করছি। দেশের সব উপজেলায় বই পাঠিয়ে দিয়েছি। আশা করি জানুয়ারির ১৫ তারিখের মধ্যে বাকি বই সবাই পেয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকের জন্য বই উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে মাধ্যমিকের বই উৎসব গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।