আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে পর্যবেক্ষক দলের ৩ সদস্য সেখানে যান। এ সময় তাদেরকে স্বাগত জানান আওয়ামী লীগের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।
মার্কিন প্রতিনিধি দলে আছেন, ইউএসআইপির প্রতিনিধি জেফরি ম্যাগডোনাল্ড, ডেন মার্কি এবং ইশা গুপ্তা। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।