আটলান্টিক সংবাদ ডেস্ক: আটলান্টিক সিটির অন্যতম জনপ্রিয় সংগঠন বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটি। ২০০০ সালে আটলান্টিক সিটির অর্ধশতাধিক প্রবাসীদের সমন্বয়ে বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটি প্রতিষ্ঠিত হয় । দীর্ঘ ২৩ বছর আগে স্থানীয় একটি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বন্ধুত্ব অটুট রাখার লক্ষ্যে তৎকালীন সময় আটলান্টিক সিটির অতি পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় সাব্বির হোসেন ভূইয়া কে সভাপতি ও তৎকালীন আটলান্টিক সিটির বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির প্রথম কার্যকরী কমিটি। এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন আটলান্টিক সিটির রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ব্যক্তিবর্গ।গতানুগতিক সংগঠনের মত না হওয়ায় জড়িত হয়েছিলেন অনেক প্রবাসী। কিন্তু নেতৃবৃন্দের অনেকেই জীবিকার কারনে ব্যস্ত হয়ে পড়ায় গত ২৩ বছরে স্বাভাবিক কার্যক্রম অব্যহত রাখতে পারেনি সংগঠনটি।
সংগঠনটির লক্ষ্য এবং উদ্দ্যেশ্যকে সামনে রেখে আটলান্টিক সিটির সবছেয়ে পূরাতন এই সংগঠনকে গতিশীল করার জন্য নতুনভাবে উদ্যোগ গ্রহন করেছেন বিদায়ী কমিটির সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস, মিরাজ খানসহ সংগঠনের প্রতিষ্ঠাতা অন্যান্য সদস্যবৃন্দ। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর মঙ্গলবার ২০২৩ সাউথজার্সীর অন্যতম জন্প্রিয় ব্যক্তিত্ত্ব রানা কবিরকে সভাপতি এবং তারন্যের প্রিয় ব্যক্তিত্ব কাজল বড়াইকে সাধারন সম্পাদক করে ২০২৩-২০২৫ সালের জন্য পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির বিভিন্ন পদে রয়েছেন সভাপতি রানা কবির, সহ-সভাপতি আলী চৌধুরী তান্নু. সূরজিত চৌধুরী মিল্টন, আবুল আজাদ মিঠু, শেখ সেলিম জয়দেব কর্মকার,সাধারন সম্পাদক কাজল বড়াই,সহ- সাধারন সম্পাদক লিখন কাজী, মোঃ গোলাম কাদের, ফরহাদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদককায়সার ইসলাম, কোষাধক্ষ্য হেলাল হাসান, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমেদ, সহ- সাংস্কৃতিক সম্পাদক আসিফ আনোয়ার, স্পোষ্টস সম্পাদক হোসাইন শাহীন, সহ- স্পোষ্টস সম্পাদক বাদল বড়াই, দপ্তর সম্পাদক কৃষ্ণ গোপাল চৌধুরী, মহিলা সম্পাদিকা অপরাাজিতা সরকার, সদস্য আজিজুল ইসলাম ফেরদৌস, মনির হোসাইন, মিরাজ খান, পাপলু চৌধুরী, মোঃ কামাল হোসাইন, সোহেল আহমেদ, আমিরুল ইসলাম টফি,মনিরুল আলম বাবু, মৃদুল চক্রবর্তী, সিম আহমেদ, সাঈদ শহীদ,নাজমুল হোসাইন ফুয়াদ,ইউসুফ আলী,ইসমাইল হোসাইন, মাহহবুব রহমান, বিপ্লব দাস,জহহিরুল ইসলাম, আরিফ মাহমুদ বিপ্লব দেব।
সংগঠনের প্রাক্তন সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির হোসেন ভূঁইয়া, আওলাদ হোসেন চৌধুরী, মিরাজ খান, রেজাউল ইসলাম খালিদ,কাজল বাড়ই, হেলাল হাসান, চৈতি, অশোক সেন, ফরহাদ সিদ্দিক, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন আটলান্টিক সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এবং সাধারন সম্পাদক মোঃ শাহীন। ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
নতুন কমিটির সভাপতি রানা কবিরকে এবং সাধারন সম্পাদক কাজল বড়াই সংগঠনটিকে নতুনভাবে ঢেলে সাজানোর মাধ্যমে আটলান্টিক সিটির সবছেয়ে জনপ্রিয় সংগঠনে পরিনত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।