আটলান্টিকসংবাদ ডেস্ক। গত ১ জুলাই ২০২৫, মঙ্গলবার আটলান্টিক সিটির ক্যালিফোর্নিয়া এভিনিউস্থ বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির অফিস কক্ষে ক্লাব সভাপতি লায়ন আকবর হোসাইনের সভাপতিত্বে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের এক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ক্লাবের বর্তমান সাধারন সম্পাদক লায়ন কাজী লিটন ডিস্ট্রিক্ট ১৬ এল এর ২য় ভাইস গভর্নর এবং সাবেক সভাপতি এবং চার্টার মেম্বার লায়ন শ্রী পিন্টু রয় ডিস্ট্রিক্ট ১৬ এল এর ট্রাস্টি বোর্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি লায়ন আকবর হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ। লায়ন সভাপতি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অগ্রগতির পিছনে যে দুইজন ব্যক্তির অসামান্য কৃতিত্ব রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন লায়ন শ্রী পিন্টু রয় এবং লায়ন কাজী লিটন । তারা দুইজনই ডিস্ট্রিক্ট ১৬ এল গুরুত্বপূর্ন পর্যায়ে অধিষ্ঠিত হওয়ায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সকল সদস্য গর্বিত। তিনি আশা প্রকাশ করেন আগামী বছরগুলোতে ডিস্ট্রিক্ট গভর্নরসহ বিভিন্ন পদে ক্লাবের বর্তমান সদস্যবৃন্দ নির্বাচিত হবেন।
সভায় ২০২৫-২০২৬ জন্য নতুন কমিটি গঠনের ব্যাপারে সিদান্ত গ্রহন করা হয় । সভাপতি লায়ন আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক লায়ন কাজী লিটনকে পূননির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি লায়ন আকবর হোসাইন,সহ-সভাপতি লায়ন ফারুক তালুকদার, সহ-সভাপতি লায়ন মোজাহের আলী,,সাধারন সম্পাদক লায়ন কাজী লিটন,কোষাধক্ষ্য লায়ন জয়া রয়, যুগ্ন সাধারন সম্পাদক লায়ন ইসরাত জাহান, সাইট চেয়ার পারসন, লায়ন রহমান বাবুল, মেম্বারশীপ চেয়ারপারসন, কনক রাউথ,লায়ন টেমার লায়ন মীর হোসাইন হেভেন,টেইল টুইস্টার, লায়ন মোহাম্মদ শাহ, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন এম এম রহমান বাবুল,সার্ভিস চেয়ারপারসন লায়ন শ্রী পিন্টু রয়, ডাইরেক্টর : লায়ন আবদুর রফিক,লায়ন মোহাম্মদ হোসাইন জনি, লায়ন তানিম রহমান, লায়ন উম্মে রুমানা, লায়ন শিরীন আকতার, লায়ন মনোয়ারা হোসেন। সভায় নতুন তিনজন সদস্যকে লায়ন্স ক্লাবের সদস্য করার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহন করা হয়।উল্লেখ্য বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে লায়ন্স ইন্টারনেশানালের নিয়ম-নীতির পাশাপাশি উপস্থিত সকল সদস্যের অনুমোদনের প্রয়োজন হয়। যা অনান্য সংগঠনের ক্ষেত্রে প্রয়োজন হয়না। ক্লাবের সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করনের ব্যাপারে সকল সদস্য একমত পোষন করেন। তবে সামাজিক এবং রাজনৈতিকভাবে বিতর্কিত কোন ব্যক্তিকে সদস্য করে ক্লাবের অগ্রযাত্রা যাতে ব্যহত না হয় সেদিকে নজর রাখার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
সভায় আগামী ৫ আগস্ট মঙ্গলবার ক্লাবের বার্ষিক বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ডিস্ট্রিক্ট পর্যায়ে অসামান্য অবদানের জন্য লায়ন শ্রী পিন্টু রয় এর হাতে ইন্টারনেশানাল প্রেসিডেন্ট এর পক্ষ থেকে পাওয়া ” সার্টিফিকেট অব এপ্রিসিয়েশান” তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আকবর হোসাইন এবং ২য় ভাইস ডিঃ গভর্নর লায়ন কাজী লিটনসহ উপস্থিত লায়ন সদস্যবৃন্দ। উপস্থিত সকলেই করতালীর মাধ্যমে লায়ন শ্রী রয় কে অভিনন্দন জানান। ক্লাব সেক্রেটারী লায়ন কাজী লিটন আগামী সেপ্টেম্বরে হারাস ক্যাসিনোতে অনুস্ঠিতব্য ইউ এস এ- কানাডা ফোরাম কনভেনশন উপলক্ষে ক্লাব এবং ডিস্ট্রিক্ট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে ধারনা দেন।সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়ার সদস্য লায়ন আবদুর রফিক, লায়ন শ্রী রয়, লায়ন রহমান বাবুল, লায়ন কনক রাউথ, লায়ন মোহাম্মদ হোসেন জনি, লায়ন মোজাহের আলী, লায়ন মীর হোসেন এবং লায়ন মাহমুদ শাহ।ক্লাব সভাপতি লায়ন আকবর হোসাইন সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।