আটলান্টিক নিউজ ডেস্ক: সময়ের সাথে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য সিটির মত আটলান্টিক সিটিতেও এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীরা। ইতিমধ্যে কাউন্সিলম্যান হিসাবে আটলান্টিক সিটির নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন একজন এবং স্কুল বোর্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনজন প্রবাসী বাংলাদেশী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাসিনো সিটি হিসাবে পরিচিত এই শহরের যে কোন পদে নির্বাচিত হওয়া একদিকে যেমন সন্মানের অন্যদিকে নিউজার্সীর অন্যতম গুরুত্বপূর্ন সিটি হিসাবে এর গুরুত্ব অপরিসীম।
আগামী ৭ই নভেম্বর,২০২৩ মঙ্গলবার অনুষ্ঠিত হবে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসাবে পরিচিত চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় জন্মগ্রহনকারী আমেরিকার নাগরিক ফরহাদ সিদ্দিক আটলান্টিক সিটির স্কুল বোর্ডের নির্বাচনে একজন প্রার্থী । আটলান্টিক সিটির প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফরহাদ সিদ্দিক একজন উচ্চ শিক্ষিত, মার্জিত, মেধাবী এবং স্কুল বোর্ডের নির্বাচনে যোগ্য প্রার্থী। চট্রগ্রামের একটি স্বনামধন্য কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে পারিবারিক ভিসায় ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে আগমন করেন ফরহাদ সিদ্দিক । আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে বসবাস করছেন পরিবারের প্রায় অর্ধ শতাদক সদস্য।
স্কুল জীবন থেকে ফরহাদ সিদ্দিক রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি যাওয়ার মনমানসিকতা এবং মানুষকে সহযোগিতার মনোভাব তার মধ্যে অল্প বয়সেই তৈরী হয়েছিল। তারই ধারাবাহিকতাই যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যে বসবাস করার পর থেকেই জড়িয়ে পড়েন নিউজার্সীর আটলান্টিক সিটির সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে। স্বল্পতম সময়ের মধ্যে পরিচিত হয়ে উঠেন আটলান্টিক সিটির মেইন স্ট্রীম রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতিবিদদের সাথে।
দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতির সাথে সম্পৃক্ত। বাংলাদেশী অন্যান্য প্রার্থীর ন্যায় ইতিমধ্যে ব্যবসা বানিজ্য,সামাজিক অনুষ্ঠাদি এবং খেলাধূলার আয়োজনসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির কাছেও তিনি পরিচিত হয়ে উঠেন। আটলান্টিক সিটির মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন ও সামাজিক কার্যক্রমে আটলান্টিক সিটির বর্তমান মেয়র মার্টি স্মলের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছেন গত কয়েক বছর ধরে। বাংলাদেশী কমিউনিটির কাছে তিনি বর্তমানে মেয়রের খুবই কাছের লোক । নির্বাচনকে সামনে রেখে আটলান্টিক সিটির দুইটি বিশেষ সামাজিক সংগঠনের একটির সাথে সম্পৃক্ত হলেও সরাসরি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথেও রয়েছে তার সুসম্পর্ক। এছাড়াও কাউন্সিলম্যান অথবা স্কুল বোর্ডের নির্বাচনে মেয়রের প্যানেল প্রাথী হিসাবে নির্বাচন করার জন্য প্রচুর সময় এবং ত্যাগ স্বাকীর করেছেন। তাই নির্বাচনের সময় তিনি দুইটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সিটির মেয়রের সমর্থন থাকায় তার আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশী বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনী প্রচারাভিযান সম্পর্কে ফরহাদ সিদ্দিক বলেন আমি একদিকে যেমনি নেগেটিভ প্রচারাভিযানে বিশ্বাস করিনা ঠিক তেমনি দেশীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে কথা বলে কারো সন্মানহানি করতে চাইনা। তিনি আরও বলেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে একজন ভোটার তিনজনকে ভোট দিতে পারবেন ।তাই বাংলাদেশী দুইজন প্রার্থীকে ভোটাররা ভোট দিবেন এটাই আমার প্রত্যাশা।তিনি মেইন স্ট্রীম রাজনীতিতে বাংলাদেশীদেরকে আরও অধিক হারে এগিয়ে আসার আহবান জানান।ফরহাদ সিদ্দিক নির্বাচিত হতে পারলে বাংলাদেশী ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।