1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউজার্সীর লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ১৬ এল এর ২য় ভাইস গভর্নর লায়ন কাজী লিটন এবং লায়ন শ্রী পিন্টু রয় ট্রাস্টি বোর্ডের মেম্বার নির্বাচিত। ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি : খাবার সংকট জাতীয় নির্বাচন: ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৮ পবিত্র আশুরা আজ ট্রাম্পের ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দর বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তোলন হক একজন যোগ্য প্রার্থী।

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮১৪ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক : আগামী ৭ই নভেম্বর,২০২৩ মঙ্গলবার অনুষ্ঠিত হবে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচন। বাংলাদেশের নরসিংদী জেলায় জন্মগ্রহনকারী আমেরিকার নাগরিক তোলন হক  আটলান্টিক সিটির স্কুল বোর্ডের নির্বাচনে একজন প্রার্থী। আটলান্টিক  সিটির প্রতিষ্ঠিত ব্যবসায়ী তোলন হক একজন শিক্ষিত, মার্জিত, মেধাবী  এবং স্কুল বোর্ডের নির্বাচনে যোগ্য প্রার্থী। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতির সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে ব্যবসা বানিজ্য,সামাজিক অনুষ্ঠাদি এবং  খেলাধূলার আয়োজনসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন। আটলান্টিক সিটির মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন ও সামাজিক কার্যক্রমে আটলান্টিক সিটির বর্তমান মেয়র মার্টি স্মলের সহযোগী হিসাবে কাজ করেছেন গত কয়েক বছর। বাংলাদেশী কমিউনিটির কাছে তিনি মেয়রের খুবই কাছের লোক হিসাবে পরিচিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে আটলান্টিক সিটির দুইটি বিশেষ সামাজিক সংগঠনের সাথে কখনও সরাসরি সম্পৃক্ত হননি যাতে কোন বিশেষ গ্রুফের বিরাগভাজন হতে না হয়। এছাড়াও কাউন্সিলম্যান অথবা স্কুল বোর্ডের নির্বাচনে মেয়রের প্যানেল প্রাথী হিসাবে নির্বাচন করার জন্য প্রচুর সময় এবং ত্যাগ স্বাকীর করেছেন। কিন্তু অবশেষে বিধিবাম। এখন  নির্বাচনের সময় তিনি যেমনি  পাননি মেয়রের সমর্থন অন্যদিকে পাননি কোন সামাজিক সংগঠনের সরাসরি সমর্থন।

ইতিমধ্যে তোলন হক ফেইসবুকে এক ভিডিও বার্তায় এবং আটলান্টিক সংবাদ পত্রিকার প্রতিনিধির কাছে জানান কিছু বাংলাদেশীদের চক্রান্তের কারনে  তিনি আটলান্টিক সিটির মেয়র মাটি স্মলের প্রতারণার স্বীকার হয়েছেন। তিনি বলেন গত নির্বাচনে আমি ৬নং ওয়ার্ড থেকে  কাউন্সিলম্যান  হিসেবে প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আটলান্টিক সিটির মেয়র মাটি স্মল আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন কাউন্সিলম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে স্কুল বোর্ডের নির্বাচনে তার প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে। তার আশ্বাসের প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিন্তু বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির কতিপয় নেতার বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্যের কারনে আমাকে মেয়রের  প্যানেল থেকে সরিয়ে অন্য একজন বাংলাদেশীকে তার সমর্থন প্রদান করেন যা আমার সাথে সরাসরি বেঈমানী। তোলন বলেন আমরা বাংলাদেশীরা নিজেরাই নিজেদের শত্রু।তা না হলে  যিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টি সংগঠনের সাথে সরাসরি জড়িত তাকে কেন মেয়রের প্যানেলের প্রার্থি ঘোষণা করা হলো ?

তোলন হক বলেন প্রতারণার শিকার হলেও আমি আমার উদ্যোম এবং সততা হারায়নি। তাই আটলান্টিক সিটির প্রত্যেক ভোটারের কাছে আবেদন জানাচ্ছি আমার পক্ষে সমর্থন এবং ভোট প্রদান করার জন্য। এর মাধ্যমে মার্টি স্মল যে প্রতারণা করেছেন এবং যাদের চক্রান্তে আমি প্রতারিত হয়েছি তাদের মুখোশ উন্মোচিত হবে । তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন ।

আটলান্টিক সিটির ভোটারদের সাথে আলাপচারিতায় জানা যায় তারা তোলনের মতো একজন সৎ এবং কর্ম উদ্যমী মানুষকে নির্বাচিত করার জন্য বদ্ধপরিকর। তারা বলেন কোন মূর্খ  ব্যক্তি এবং মেয়রের পাপেটকে তারা স্কুল বোর্ডে  দেখতে চান না যিনি নিজের পরিচয়টুকু ইংরেজিতে উপস্থাপন করতে পারেন না।  তারা প্রশ্ন করেন এধরনের প্রাথীর পক্ষে কি  সত্য উদঘাটনের লক্ষ্যে এবং ছাত্র-ছাত্রীর মঙ্গলে কাজ করা সম্ভব? এক্ষেত্রে তোলন একজন তুলনাহীন প্রার্থী তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে জয় ছিনিয়ে আনবো। তোলন হক সিটির সকল ভোটারের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন তাকে এককভাবে ভোট দিয়ে  নির্বাচিত করার জন্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION