কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, আগস্ট মাসে বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। মাস ঘুরতেই রেমিট্যান্সের পরিমাণ কমে এসেছে ১৩৪ দশমিক ৩৬ কোটি মার্কিন ডলার। এর আগে শেষবার এর চেয়ে কম প্রবাসী আয় এসেছিল ২০২০ সালের এপ্রিল মাসে। সেই মাসে এসেছিল ১০৯ কোটি মার্কিন ডলার। ফলে গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন আয় এসেছে সদ্য বিদায়ী মাসে। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। এ অঙ্ক আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৯ কোটি ৫৯ লাখ বা ১২ দশমিক ৭২ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।