1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউজার্সীর লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ১৬ এল এর ২য় ভাইস গভর্নর লায়ন কাজী লিটন এবং লায়ন শ্রী পিন্টু রয় ট্রাস্টি বোর্ডের মেম্বার নির্বাচিত। ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি : খাবার সংকট জাতীয় নির্বাচন: ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক ৪৪৮ পবিত্র আশুরা আজ ট্রাম্পের ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দর বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

আসাল নিউজার্সী চেপ্টার এবং লোকাল ফিফটি ফোর ইউনাইট হেয়ার নেতৃবৃন্দের মতবিনিময় সভা ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার আসাল নিউজার্সী চেপ্টার এবং লোকাল ফিফটি ফোর ইউনাইট হেয়ার নেতৃবৃন্দের  মধ্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আসাল  ন্যাশনাল প্রসিডেন্ট মেফ মেজবাহ উদ্দিন। আসাল নিউজার্সী চেপ্টার এবং লোকাল ফিফটি ফোর যৌথভাবে  আয়োজিত সভায়  ইউনাইট হেয়ার লোকাল ফিফটি ফোর সভাপতি ডোনা ডিক্যাপরিওর সভাপতিত্ত্বে এবং আসাল নিউজার্সী চেপ্টারের সভাপতি ফারুক হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনাইট হেয়ার প্রসিডেন্ট ডোনা ডিক্যাপরিও, ট্রেজারী সম্পাদক বেন আলবার্ট,ভাইস প্রেসিডেন্ট হাভিয়ার  সোটো এবং ইউনাইট হেয়ার  লোকাল ফিফটি ফোর  অর্গানাইজার ফারুক হোসাইন।

মতবিনিময় সভার প্রারাম্ভে ফারুক হোসেন আসাল নিউজার্সী চেপ্টার সদস্য এবং লোকাল ফিফটি ফোর ইউনাইট হেয়ার নেতৃবৃন্দের সামনে লোকাল ফিফটি ফোরের বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন । ফারুক হোসেন বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন  লেবার সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক। তাই যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনে আসাল এবং লোকাল ফিফটি ফোর ইউনাইট হেয়ারের সদস্যবৃন্দ সরাসরি নির্বাচনী প্রচার অভিযানের সাথে সম্পৃক্ত। তিনি সবাইকে আগামী নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহনের জন্য অনুরোধ জানান। তিনি আরও জানান আটলান্টিক কাউন্টি এবং সিটির নির্বাচনে আসাল নিউজার্সী চেপ্টার এবং লোকাল ফিফটি ফোর ইউনাইট হেয়ারের পক্ষ থেকে হাবিব রেহমান এবং আনজুম জিয়াকে সমর্থন করার কথা উল্লেখ করেন। স্থানীয় নির্বাচনে অতীতের মত আসাল নিউজার্সী চেপ্টার গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে তিনি জানান।লোকাল ফিফটি ফোর ষ্টুয়ার্ড সাঈদ শহিদ মেডিকেল বেনিফিটের বিস্তারিত সবাইকে অবহিত করেন।

আলোচনা সভায়  সাউথজার্সী এবং ইষ্টার্ন পেনস্যালভেনিয়ায় হাউজকিপিং,বারটেন্ডার, ককটেল সার্ভার, রাঁধুনি, বেলম্যান, ডোরম্যান এবং অন্যান্য হসপিটালিটি শিল্পে কর্মরত প্রায় ১২০০০ কর্মীর প্রতিনিধিত্বকারী  সংগঠন ইউনাইট হেয়ার  লোকাল ফিফটি ফোর   এবং সমগ্র যুক্তরাষ্ট্রে সাউথ এশিয়ানদের প্রতিনিধিত্বকারী আসাল যৌথভাবে এশিয়ান কমিউনিটির ক্ষমতায়নে সহায়তা করার ব্যাপারে একমত পোষন করেন।

আসাল ন্যাশনাল সভাপতি মেফ মেজবাহ উদ্দিন বলেন, আসাল সবসময় অংশীদার খুঁজে  তাই লোকাল ফিফটি ফোর ইউনাইট হেয়ার  সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত । ভবিষ্যতে এই  সর্ম্পককে আরও বৃদ্ধির মাধ্যমে সমগ্র যুক্তরাষ্ট্রে হাউজকিপিং, বারটেন্ডার, ককটেল সার্ভার, রাঁধুনি, বেলম্যান, ডোরম্যান এবং অন্যান্য হসপিটালিটি শিল্পে কর্মরত কর্মীদের জীবন মান উন্নয়ন সম্ভব হবে।

ইউনাইট হেয়ার লোকাল ফিফটি ফোর সভাপতি ডোনা ডিক্যাপরিওর মতবিনিময় সভায় অংশগ্রহনের জন্য আসাল ন্যাশনাল সভাপতি মেফ মেজবাহ উদ্দিন এবং আসাল নিউজার্সী চেপ্টারের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION