ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জয়ের ব্যাপারে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী।
বুধবার সকাল ৮টায় রাজশাহীর ১৫৫ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সোয়া ৯টায় নগরীর উপশহর স্যাটেলাইট টাউন স্কুলে ভোট দেন খায়রুজ্জামান লিটন। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনি, বড় মেয়ে ডা. আনিকা ফারিহা জামান ও ছোট মেয়ে। তারাও একই কেন্দ্রে ভোট দেন।
ভোটদান শেষে লিটন বলেন, জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও সন্তোষজনক। সেক্ষেত্রে ৬০ ভাগের বেশি ভোট পড়বে বলে আশা করছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ বেশ ভাল।