আটলান্টিক সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতিতে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের নতুন জোট গঠন বর্তমানে আটলান্টিক সিটির টক অব দ্যা টাউন। দীর্ঘদিন ধরে আটলান্টিক সিটির মেইন স্ট্রীম রাজনীতিতে বাংলাদেশীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে । ২০২২ সালের হিসাব অনুযায়ী বর্তমানে আটলান্টিক সিটির জনসংখ্যা প্রায় ৩৮৫৬১। সিটির রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ২৩৩১০।এই ভোটারের মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার রিপাবলিকান পার্টর ভোটার এবং বাকীরা ডেমোক্রেটিক পার্টির ভোটার।ডেমোক্রেটিক পার্টির ভোটারদের মধ্যে মূলত: ২৬% ভোটার স্থানীয় নির্বাচনে ভোট দিয়ে থাকেন এবং জাতীয় নির্বাচনে দুই পার্টির ১২০০০ ভোটার ভোট দিয়ে থাকেন।বাংলাদেশী তথা সাউথ এশিয়ানদের ৯৯% ডেমোক্রেটিক পার্টির রেজিস্টার্ড ভোটার। ৬টি ওয়ার্ডে যে কোন প্রার্থী ৩ শতিধিক ভোটের অধিক ভোট পেলে ডেমোক্রেটিক পার্টি থেকে কাউন্সিলম্যান নির্বাচিত হতে পারেন এবং চার হাজার ভোট পেলেই মেয়র নির্বাচিত হতে পারেন । বর্তমানে আটলান্টিক সিটিতে প্রায় ১ হাজারের কাছাকাছি বাংলাদেশী ভোটার রয়েছে সিটির ৬টি ওয়ার্ডে। কিন্তু ভোটে দিয়ে থাকেন ৭ শতাধিক বাংলাদেশী ভোটার, বাকীদের কাছে ভোটের তেমন গুরুত্বই নেই।তারা মনে করেন বাংলাদেশীদের মধ্যে যোগ্য প্রাথী নেই।সিটির এবং কাউন্টির নির্বাচনে গত এক যুগ ধরে বাংলাদেশীরা থাকেন সবছেয়ে বেশী সরব। তবে সিটির নির্বাচনে সিটিতে বসবাসরত বাংলাদেশীদের ছেয়ে আটলান্টিক সিটির নিকটবর্তী সিটিতে বসবাসরত বাংলাদেশীরা অধিক ভূমিকা পালন করেন। যদিওবা তাদের সিটির কোন নির্বাচনে ভোটিধিকার নেই।এছাড়াও সিটির গুরুত্বপূর্ন পদে কর্মরত থাকায় এবং মেইন স্ট্রীম রাজনীতিবিদদের সাথে যোগাযোগ বেশী থাকায় সিটিতে বসবাসরত বাংলাদেশীদেরকে তারা গিনিপিগের মত ব্যবহার করছেন। সাথে সাথে ভোট বানিজ্য, সাধারন বাংলাদেশীদেরকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুমকি প্রদান, নিজেদের পছন্দের অযোগ্য ব্যক্তিকে সিটি এবং কাউন্টিতে চাকুরী প্রদানের জন্য নির্বাচিত প্রার্থীদেরকে বাধ্য করা,অন্য সিটিতে বসবাস করলেও ভোটের রাজনীতির জন্য বন্ধু অথবা আন্তীয়-স্বজনের ঠিকানা ব্যবহার করে সিটির ভোটর হওয়ার মত অনৈতিক কাজ করা, বিভিন্ন রকম গিফট, বাসায় বাসায় খাবার দেওয়া এবং আর্থিক লেনদেনসহ বাংলাদেশী ষ্টাইলে নির্বাচন করার কারনে সিটিতে বসবাসরত অধিকাংশ প্রবাসী বাংলাদেশী দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। এর সাথে যোগ হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের দূনীতি এবং সমাজ বিরোধী কার্যক্রম।
কিন্তু সময়ের দাবী অনুযায়ী প্রবাসী বাংলাদেশীরা লেজুড় ভিত্তি রাজনীতি থেকে দূরে সরে এসে রাজনৈতিক সচেতনতা তৈরী করার জন্য গত ১৩ই জুন মঙ্গলবার ,২০২৩ এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় বক্তারা অচিরেই যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতিতে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের সমন্বয়ে নতুন জোট গঠনের জন্য নীতিগতভাবে একমত পোষন করেন। বক্তারা বলেন যারা মেইন স্ট্রীম রাজনীতে প্রবেশ করে বাংলীদেশীদেরকে গিনিপিগ হিসাবে ব্যবহার করছে তাদের হাত থেকে রক্ষা করা সৎ , শিক্ষিত এবং প্রবাসী বাংলাদেশী সমাজের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে মেইন স্ট্রীম রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য তাদের নতুন জোট গঠনের কাজ অব্যহত থাকবে । জোটের নাম ঘোষনা করা না হলেও ইতিমধ্যে দূনীতিবাজ রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে যাওয়ায় বাংলাদেশী আমেরিকানদের নতুন জোট গঠন প্রক্রিয়া সিটির এখন সর্বাধিক আলোচনার বিষয় হিসাবে পরিনত হয়েছে।