আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বলে কোনো লাভ নেই। নির্বাচনে কোন দল এল আর কোন দল এল না, তা দেখার দায়িত্ব আওয়ামী লীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন। আর তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হচ্ছে, সেটা আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। এ রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীও করা হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা আর নেই।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর পাবলিক হলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।