আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক:গত ১৬ই জানুয়ারী, ২০২৩ মঙ্গলবার ,ওয়েষ্ট আটলান্টক সিটির স্থানীয় মোটেলের বলরুমে ডাঃ সন্তোষ ভৌমিকের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে গত ১৫ই জানুয়ারী সোমবার হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুসারে সম্পূর্ন পারিবারিক পরিবেশে নর্থফিল্ডের নিজ বাসভবনে ডাঃ সন্তোষ ভৌমিকের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহিত অজিতাব চক্রবর্তী ।
১৬ই জানুয়ারী, ২০২৩ মঙ্গলবারের অনুষ্ঠানে আত্নীয়-স্বজন বন্ধু-বান্ধব ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ডাঃ সন্তোষ ভৌমিকের পুত্র ডাঃ সুভাশীষ ভৌমিক তার বাবার স্বৃতিচারন শুরু করলে পুরো অনুষ্ঠানে এক শোকাবহ আবহ সৃষ্টি হয়।।দীর্ঘদিন দুররোগ্য ব্যধি প্রগেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি রোগে আক্রান্ত হয়ে আটলান্টিক সিটির হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন ।সাউথজার্সীর আটলান্টিক সিটির সুপরিচিত রিয়েল এষ্টেট টাইকুন ডাঃ সন্তোষ ভৌমিক গত ২ জানুয়ারী,২০২৩ সোমবার ভোর ৩:৩০ মিনিটে তার নিউজার্সীর নর্থফিল্ড সিটির নিজ বাসভবনে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । মৃত্যকালে তিনি তার স্ত্রী ডাঃ বিথীকা ভৌমিক,,একমাত্র ছেলে ডাঃ সুভাশীষ ভৌমিক, পুত্র বধু ডঃ সারাহ ভৌমিক, মেয়ে সাহিত্যিক অনুরাধা ভৌমিক,সহোদর অশোক ভৌমিক,ডাঃ বিশ্বজিত ভৌমিক , প্রফেসর ডাঃ নারায়ন ভৌমিক,বোন ডাঃ কাজল ভৌমিক এবং তার স্বামী ডাঃ হীরক রাউথ, ঘনিষ্ঠ আত্নীয় কনক রাউথ এবং শ্রী পিন্টু রয়সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। গত ৩রা জানুয়ারী পারসোল পিঊনারেল হোমে ধর্মীয় রীতিনীতি অনুসরন শেষে সন্তোষ ভৌমিকের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয় । বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবার দেবেন্দ্রনাথ এবং বিমলা ভৌমিকের সন্তান ডাঃ সন্তোষ ভৌমিক ১৯৯৩ সালে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। অক্লান্ত পরিশ্রমী সন্তোষ ভৌমিক গত প্রায় দুইযুগ ধরে রিয়েল এষ্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং প্রায় অর্ধশতাধিক বাড়ি এবং এপার্টমেন্টের মালিক হয়েছিলেন।