ঢাকা অফিস : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) এক দফা দাবিতে আন্দোলনরতরা এনায়েতপুর থানায় ঢুকে তাদের পিটিয়ে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
থানায় আটকা পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছে বলে জানান তিনি।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।