গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গ আক্রান্ত হয়েছেন ৬০৫ জন রোগী।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৪৬৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪৬ জন।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৬২৯ জনের মৃত্যু হয়েছে। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ সাত হাজার ৯১৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে্ন তিন হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৮৯৭ রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।