রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও ও যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় দুইটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস জানিয়ে, সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই স্থানীয়রা নিয়ন্ত্রণে এনেছে। রাত ১০টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে।
এদিকে রাত ১১টার দিকে শেরে বাংলা নগর থানার আগারগাঁও এলাকায় মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দুই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।