পূর্বঘোষিত বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ সময় দেশের সব মহাসড়কে টহল দেবে তারা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতেই তা শুরু করেছে বিজিবি।
বিএনপি-জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডের সূত্রে অবরোধে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। ফলে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে রাত থেকেই টহলে রাখা হয়েছে বিজিবির সদস্যদেরকে।
মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে কাজ করবে তারা। সেই সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ করবে। গোয়েন্দা নজরদারিও চালাচ্ছে। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে।
গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য কাজ করছে বিজিবি। আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানাতে বলেছে তারা।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর (র্যাব) সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধে জনজীবন স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক টহল নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত।