ঘূর্ণিঝড় ‘হামুন’র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়ন ও কক্সবাজার, মহেশখালীসহ ২ টি পৌরসভা। জেলায় দুর্গত মানুষের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৫৪৯ জন।
বুধবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসনের ক্ষয়ক্ষতির বিবরণীতে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।
বিবরণীতে বলা হয়েছে, ৩৭ হাজার ৮৫৪ টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৫ হাজার ১০৫ টি এবং আংশিক বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৩২ হাজার ৭৪৯ টি।
অন্যদিকে ‘হামুন’র তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে, ২৩ টি ট্রান্সফরমার বিকল হয়েছে, ৪৯৬ টি স্থানে তার ছিঁড়ে গেছে। ৮০০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়।
কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া,কক্সবাজার সদর উপজেলা বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ফলে এসব এলাকায় মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।