আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের প্রায় ৩ হাজার প্রশিক্ষকদের ট্রেনিং কার্যক্রমের দ্বিতীয় ধাপে বিভাগীয় কমিশনার ও জেলা ডিসি, এসপিদের ট্রেনিং শুরু হচ্ছে আগামী ১৪ অক্টোবর। রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) কর্তৃক এই প্রশিক্ষণ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
ইসি সূত্রে জানা গেছে, ট্রেনিং পাওয়া এসব প্রশিক্ষকরাই পরে মাঠ পর্যায়ে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। ধাপে ধাপে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসারসহ ভোটগ্রহণ সম্পৃক্তদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে ধারণা দেওয়া হবে।
এ ট্রেনিং সুষ্ঠু সংসদ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সংসদ নির্বাচন পরিচালনায় ডিসি ও ইউএনওরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার ভূমিকা থাকে। তাই নির্বাচন কমিশন থেকে নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়ে থাকে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় ১২ কোটি ভোটার রয়েছেন। নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র থাকছে। এ জন্য ১০ লাখেরও বেশি প্রশিক্ষিত লোকবল প্রয়োজন। সেই জন্য ধাপে ধাপে নির্বাচনে কাজে কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে ইসি।