সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। এবার প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণার পালা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে মক্কার হোটেল হিলটন কনভেনশন সেন্টারে। পরে পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হবে মসজিদে হারামে।
স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত ১০) বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ওই সময় দেশটির বাদশাহ সালমানের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হবে।
৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার দুই বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুই হাফেজ অংশ নিয়েছেন। তারা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার হাফেজ ফয়সাল আহমেদ ও কক্সবাজারের মো. মুশফিকুর রহমান। হাফেজ ফয়সাল আহমেদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। সে পূর্ণ কোরআন হিফজ বিভাগে অংশ নিয়েছে। অপর প্রতিযোগী মো. মুশফিকুর রহমান পবিত্র কোরআনের ১৫ পারা ক্যাটাগরিতে অংশ নিয়েছে। সে কক্সবাজারের মাহাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেছে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজ ফয়সাল আহমদের সঙ্গে সৌদি আরবে অবস্থানরত তার উস্তাদ হাফেজ নেছার আহমাদ আন নাছিরী বার্তা২৪.কমকে জানিয়েছেন, ‘দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিবছর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের নাম উজ্জ্বল করছেন কীর্তিমান হাফেজরা। এবারের প্রতিযোগিতায় হাফেজ ফয়সাল আহমেদ অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে। আশা করছি, সে সে ভালো ফলাফল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।