আর দুই দিন পরই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকারি ছুটির প্রথম দিনে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে নেই তেমন যাত্রীর চাপ। নির্বিঘ্নে ঢাকা থেকে আসতে পেরে স্বস্তিবোধ করছেন যাত্রীরা ।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, লোকাল মোহনগঞ্জগামী মুহুয়া কমিউটারে তেমন ভিড় নেই।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন ১১টি ট্রেন চলাচল করলেও এই লাইনে ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস যুক্ত হওয়ায় লোকাল ও আন্তনগরসহ এখন মোট ১২ টি ট্রেন ঢাকা -ময়মনসিংহ লাইনে চলাচল করে ঈদ উপলক্ষে প্রতিটি ট্রেনেই বগির সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড় ও ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল হিসেবে আরও দুটি ট্রেন দেওয়া হয়েছে।
সরকারি ছুটির প্রথম দিনে ট্রেন তেমন ভিড় না থাকায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পেরে খুশি।
আন্ত:নগর জামালপুর এক্সপ্রেসে ঢাকা থেকে ময়মনসিংহ আসা যাত্রী গোলাম নাসের সজীব বলেন অনলাইনে টিকিট বিক্রি এবং কমলাপুরসহ স্টেশনগুলোতে টিকেট ছাড়া প্রবেশ করতে না দেওয়া ও কড়াকড়ি চ্যাকিং এর কারণে প্রথম দিনে ভিড় নেই আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালোভাবেই ময়মনসিংহ পৌঁছতে পারলাম।
আন্ত:নগর আগ্নিবীনা এক্সপ্রেসের যাত্রী রুমা আহমেদ বলেন ঢাকা থেকে ভালোভাবেই আসলাম কোন ঝামেলা নেই ঈদের সময় যেমন ভীর হয় তেমন নেই। তবে আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ না থাকলেও লোকাল কমিউটার ট্রেনগুলো যাত্রীর চাপ ছিলো
গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আল-আমীন বলেন ট্রেনগুলোর শিডিউল অনুযায়ী চলছে। ট্রেনগুলোতে বিলম্ব বা শিডিউল বিপর্যয় নেই।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এবং লোকাল ট্রেনগুলো যথাসময়েই আসছে বিলম্ব বা শিডিউল বিপর্যয় নেই।