বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) ঘোষিত এলপি গ্যাসের দর আমদানিকারকরা পালন করছেন না। বিইআরসি যেদিন ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১১৭৮ টাকা নির্ধারণ করেছে সেদিন পাইকারি পর্যায়ে ১২০০ টাকা দরে কিনতে হচ্ছে।
এমনটাই দাবি করেছেন বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান। রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ((বিইআরসি) হল রুমে এলপি গ্যাসের দর ঘোষণার সাংবাদিক সম্মেলনে সেলিম খান এমন অভিযোগ করেন। বিইআরসি কর্তৃক এপ্রিল মাসের দর ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে সেলিম খানের এমন অভিযোগে কমিশন খানিকটা বিব্রত পরিস্থিতির মুখে পড়ে যায়।
সেলিম খান বলেন, আপনারা ১২ কেজি সিলিন্ডারের দর ২৪৪ টাকা কমিয়ে ১১৭৮ টাকা করেছেন। কিন্তু আমদানিকারকরা আজকে (২ এপ্রিল) মিল গেটে ১২ কেজির দর ঘোষণা করেছে ১২০০ টাকা। বিইআরসির হিসেব অনুযায়ী আমাদের (ডিস্ট্রিবিউটর) পাওয়ার কথা ১১০৬ টাকা দরে। এরপর আমাদের কমিশন ৩৪ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৩৮ টাকা ধরে ভোক্তা পর্যায়ে ১১৭৮ টাকা হওয়ার কথা। অথচ আমাদেরকে ৯৪ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। আমাদের পক্ষে ১১৭৮ টাকা বিইআরসি ঘোষিত দরে বিক্রি করা সম্ভব নয়।