1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ Views

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়ার ফলে সেখানে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সংবাদ সংস্থা এপি স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিদফতর বাতাসে কম আর্দ্রতা এবং সান্তা আনার কারণে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির কিছু অংশে বিশেষ সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়, সে সময় উপকূল বরাবর ৭০ মাইল (১১৩ কিমি) এবং পাহাড় এবং পাদদেশে ১০০ মাইল (১৬০ কিমি) বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিদফতর আবহাওয়াবিদ রিচ থম্পসন বলেছেন, বাতাসের আবহাওয়া এবং আর্দ্রতা বৃহস্পতিবার পর্যন্ত এমন থাকবে বলে আশা করা হচ্ছে। বৈরি আবহাওয়ার পাশাপাশি এখানে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। কেননা, এই অঞ্চলে এপ্রিল থেকে এখনো পর্যন্ত কোন বৃষ্টি হয়নি।

সোমবার এবং মঙ্গলবার সান দিয়েগো পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঘণ্টায় ৯৭ কিমি বেগে বাতাসের সঙ্গে দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের যেকোন জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন বলেন, নতুন করে অগ্নিকাণ্ডের আশঙ্কায় গোটা অঞ্চলে উদ্ধারকর্মীরা অবস্থান করেছেন ৷

এর আগে ৭ জানুয়ারি শুরু হওয়া প্যালিসেইডস এবং ইটনের দাবানলে, প্রায় ১৪,০০০ টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। উদ্ধার কর্মকর্তাদের মতে, রোববার ইটনের আগুন প্রায় ৮১ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে।

ইটন দমকলের মুখপাত্র কার্লোস হেরেরা বলেছেন, দমকলকর্মীরা এখনও আত্মবিশ্বাসী যে ইটনের আগুন নিয়ন্ত্রণে থাকবে। তবে উদ্বেগের বিষয়, বছরের এই সময়ে গাছপালা শুষ্ক হয়ে থাকে ফলে নতুন করে আগুন ছড়িয়ে পড়তে পারে।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের তাণ্ডবে গত দুই সপ্তাহে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু এবং কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। এছাড়া প্যালিসাইডসে এবং ইটনের দাবানল শুরু হওয়ার পর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION