আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ৬ জানুয়ারী, ২০২৬ মঙ্গলবার বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউ জার্সি স্টেইট (সাউথ) বিএনপি এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেইটের আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ।

গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন ,যেন মহান আল্লাহ তায়ালা ওনাকে বেহেশ্ত নসীব করেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাই।


উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউ জার্সি স্টেইট বিএনপি (সাউথ)আমেরিকা এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিদার, সাধারণ সম্পাদক মোঃ রহমান বাবুল, প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ গিয়াস উদ্দিন পাঠান, নিউ জার্সি স্টেইট সাউথ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রেজা, মোঃ আইয়ুব বাবুল, উপদেষ্টা জনাব মোসাদ্দেকুল মাওলা, জনাব জহিরুল ইসলাম সেন্টু,



উপদেষ্টা জনাব নাসির উদ্দিন শিকদার, বিএনপি নেতা হেলাল হাসান, বিএনপি নেতা ফুয়াদ হাসান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা জনাব সাইদ হাসান ( বাংলা বাজার ষ্টোর), বিএনপি নেতা মোহাম্মদ মামুন, মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সেরুজ্জামান সজল, মোঃ সিরাজ এবং প্রবাসের শত শত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রাখা শোক বই‘তে স্বাক্ষর করে শত শত মানুষ দেশ নেত্রীর আত্নার মাগফেরাত কামনা করেন।