1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১: রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯ Views

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তভের নগরীতে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ভিতালি কোরোলেভ টেলিগ্রামে জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।

আঞ্চলিক সরকার জানায়, একজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই চিকিৎসা নিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

ইউক্রেনের মিত্র দেশগুলোর সঙ্গে শীর্ষ মার্কিন দূতদের প্যারিসে বৈঠক শুরুর ঠিক আগে এই হামলা ঘটে। মঙ্গলবার শুরু হওয়া ওই আলোচনায় যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনায় অগ্রগতির চেষ্টা করা হচ্ছে। কিয়েভের দাবি, পরিকল্পনাটি ‘৯০ শতাংশ’ প্রস্তুত।

সংঘাতের প্রায় চার বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ে রাশিয়া প্রতিদিন ইউক্রেনে বোমাবর্ষণ চালিয়েছে। পাশাপাশি ধীরে ধীরে ভূখণ্ডগত অগ্রগতি করেছে।

এর জবাবে ইউক্রেন ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার প্রধান লক্ষ্য রাশিয়ার জ্বালানি অবকাঠামো।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

ড্রোনগুলো ২০টিরও বেশি অঞ্চলের ওপর দিয়ে ধরা পড়েছে। এত বিস্তৃত এলাকায় একসঙ্গে ড্রোন ভূপাতিত হওয়া বিরল।

এর মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে ২৯টি ও বেলগোরোদ অঞ্চলে ১৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION