1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :

মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ Views

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়েছে। ম্যাচের পাঁচ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন।
ভুটানের থিম্পুতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০১৬ সালে। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে সেই ম্যাচে তারা ৩-১ গোলে হেরেছিল। আট বছর পর আবার ভুটানে খেলতে গিয়ে বাংলাদেশের সেই দুঃস্বপ্ন তাড়া করছিল। আজকের জয়ে সেই হারের স্মৃতি খানিকটা ম্লান হয়েছে।

বাংলাদেশ দুই ম্যাচ সিরিজে জয় দিয়ে শুরু করলেও খুব ভালো ফুটবল খেলেনি। তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বাইরে থাকায় বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স ছিল একেবারে গড়পড়তা। জয়সূচক গোলটিও এসেছে সৌভাগ্যপ্রসূত। ভুটানী গোলরক্ষকের ভুল কাজে লাগিয়েছেন ফরোয়ার্ড মোরসালিন। অথচ পুরো ম্যাচে বাংলাদেশ গোল করার মতো তেমন আক্রমণ করতে পারেনি। শট অন টার্গেটের সংখ্যা একেবারেই কম ছিল।
স্বাগতিক ভুটানের খেলায়ও তেমন ধার ছিল না। দ্বিতীয়ার্ধে একবার বাংলাদেশের জালে বল পাঠালেও সেটি বাতিল হয়ে যায় হ্যান্ডবলের কারণে। ইচ্ছে করে হাত ছোঁয়ানোয় হলুদ কার্ড দেখেন ভুটানের ফুটবলার। পরে তারা আর বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে দুই দলের নিম্মমানের পারফরম্যান্সে ফুটবল ম্যাচ হয়েছে একেবারে ম্যাড়ম্যাড়ে।
দুই ম্যাচ সিরিজের পরবর্তী ম্যাচ ৮ সেপ্টেম্বর। ওই ম্যাচও জয়ের লক্ষ্য জানালেন মোরসালিন, ‘অবশ্যই আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ জেতা। দ্বিতীয় ম্যাচেও তাই থাকবে। প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে ভালো ফলাফলই হবে।’ দ্বিতীয় ম্যাচে পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে ভাবছেন কোচ, ‘রাকিব ইনজুরিতে, আমি নিশ্চিত নই সে দ্বিতীয় ম্যাচের আগে ফিট হবে কিনা। না হলে আমাদের পরিবর্তনের মধ্যে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION