পুনরায় নিয়োগ পেয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, উপ প্রেসসচিব, সহকারী একান্ত সচিব ও অ্যাসাইনমেন্ট অফিসাররা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এসময় তারা এক মিনিট নিরবতা পালন করেন। তার আগে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
শ্রদ্ধা জানানোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, মশিউর রহমান (হুমায়ুন), উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবী, সনজিত চন্দ্র দাস, প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার এস এম গোর্কি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ যারা পুনরায় নিয়োগ পেয়েছেন তারা মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করবেন।