1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২৭ Views

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎপর্ব সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উপপ্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তাঁরা আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও এ সময় আলোচনা হয়।

রওশন এরশাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি সরকারের সমালোচনায় মুখর থাকলেও তিনি কথাবার্তায় অনেকটা সংযত। এমনকি বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে একাট্টা। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আওয়ামী লীগের মতো তারও মতামত নেতিবাচক। নানা কারণে আজকের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION