1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Views

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। আগামী ১৫ নভেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি আটটি চিনিকল উৎপাদন শুরু করবে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই ৯টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেই।

গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে। ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর রাজশাহী চিনি কল লিমিটেড ও নাটোর চিনি কল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড ও ফরিদপুর চিনি কল লিমিটেড এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল লিমিটেড উৎপাদন শুরু করবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে সরকারি মোট ১৫টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনি কল লিমিটেড, পঞ্চগড় চিনি কল লিমিটেড, পাবনা চিনি কল লিমিটেড, রংপুর চিনি কল লিমিটেড, শ্যামপুর চিনি কল লিমিটেড ও সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড। বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION