1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আকবর হোসাইন,সাধারন সম্পাদক কাজী ইসলাম লিটন এবং কোষাধক্ষ্য জহিরুল ইসলাম বাবুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৯৬ Views

আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: গত ১২ নভেম্বর,২০২৪ মঙ্গলবার আটলান্টিক সিটির নিকটবর্তী গ্যলওয়ে টাউনশীপের এরোমা রেষ্টুরেন্টের বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৪-২০২৫ বর্ষের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অনুষ্ঠান মানেই সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের মিলন মেলা।

গত ১২ নভেম্বর,মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি’র ২০২৪-২০২৫ বর্ষের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজার্সীর ডিস্ট্রিক ১৬ এল গভর্নর টেরী রোজিয়েক এবং বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি হেদার রোয়াক।লায়ন কাজী ইসলাম লিটনের প্রানবন্ত উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল নতুন কমিটির পরিচিতি, লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিতকরন।সংগঠনের সদস্যকরনের ক্ষেত্রে যাচাই বাছাই, পর্বে সকল সদস্যদেরকে সমভাবে মূল্যায়ন, ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন, দল নিরপেক্ষ চিন্তাভাবনা এবং শুধুমাত্র সোসাইটিতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গদেরকে সংগঠনের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রন মানবকল্যানমুখী এই সংগঠনকে ভিন্নধর্মী ইমেজ তৈরীতে সাহায্য করেছে।

নতুন কেবিনেটের সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক  কাজী ইসলাম লিটন ও কোষাধক্ষ্য জহিরুল ইসলাম বাবুল। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৪-২০২৫ বর্ষের নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি লায়ন আবদুর রফিক,লায়ন শ্রী পিন্টু রয়, যুগ্ন কোষাধক্ষ্য লায়ন জয়া রয়, যুগ্ন সাধারন সম্পাদক লায়ন মোজাহের আলী, সাইট চেয়ার পারসন লায়ন রহমান বাবুল, মেম্বারশীপ চেয়ারপারসন   লায়ন   কনক রাউথ, লায়ন টেমার লায়ন নিবেদিতা রাউথ, টেইল টুইস্টার  লায়ন ইসরাত জাহান, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ হোসাইন জনি, সার্ভিস চেয়ারপারসন  লায়ন তানিম রহমান, ডাইরেক্টর লায়ন ফারুক তালুকদার, লায়ন সেলিম জোয়ারদার, লায়ন সাঈদ রামিম, লায়ন জাফর ভূইয়া, লায়ন সেলিম আলম।


প্রাক্তন সভাপতি কনক রাউথ তার সংক্ষিপ্ত বক্তব্যে গত কয়েক বছরে নেয়া বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন এবং আগামীতে নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়ে ক্লাবকে আরও গতিশীল করার জন্য তিনি নতুন কেবিনেটের প্রতি বিশেষভাবে  আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, নিউজার্সী ষ্টেট বিএনপি সাউথ এবং সাউথ এশিয়ান এলাইন্স অব নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাউছার, অনলাইন নিউজ পোর্টাল আটলান্টিক সংবাদ সম্পাদক এবং বাংলাদেশ প্রেস ক্লাব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোহাম্মদ শাহীন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,কমিউনিটি ব্যক্তিত্ত্ব মাহার উদ্দিন, খোকন, আজিজুল ইসলাম, ফেরদৌস এবং জাহাঙ্গীর তালুকদার,বেঙ্গল ক্লাব সাধারন সম্পাদক কাজল বারই, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ,আসাল নিউজার্সী চেপ্টার সভাপতি ফারুক হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর সাধারন সম্পাদক সাঈদ শহিদ,  মসজিদ আল হেরার সভাপতি ওবায়েদ চৌধুরী, চটগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এসোসিয়েশন অব নিউজার্সীর সাধারন সম্পাদক মীর হোসাইন, আটলান্টিক সিটি জিটনী এসোসিয়েশন  সভাপতি তানভীর হাসান সাহান,আটলান্টিক সিটি টেক্সী এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব, আটলান্টিক সিটি টেক্সী এসোসিয়েশনের  বর্তমান সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলাসংবাদ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরসহ কমিনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি কনক রাউথ।এরপর লায়ন কাজী ইসলাম লিটন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদেরকে সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে পুস্পস্তবক দিয়ে বরণ করেন লায়ন রহমান বাবুল।  করেন লায়ন আবদুর রফিক লায়ন জহিরুল ইসলাম বাবুল এবং  সাবেক সভাপতি লায়ন ফারুক তালুকদার এবং লায়ন শ্রী রয় ।

নতুন কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান টেরী রোজিয়েক ।নতুন কমিটির সভাপতি আকবর হোসাইন এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি লায়ন কনক রাউথ ।

অনুষ্ঠানে নতুন সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করেন এবং ৫ জন নতুন সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান টেরী রোজিয়েক। নতুন পাঁচজন সদস্য হলেন মীর হোসেন হেভেন, মাহমুদ শাহ, আজিজ উল্লাহ,দিলরুবা হারুন পপি এবং মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের বার্ষিক ইভেন্টে স্পনসারের মাধ্যমে সহযোগিতা করায় সৈয়দ মোহাম্মদ কাউছার, মীর হোসেন হেভেন, দেশী গ্রোসারী এবং আরিফ লিমনকে বিশেষভাবে সন্মান জানানো হয়।

নতুন কমিটির সভাপতি অকবর হোসাইন অনুষ্ঠান আয়োজনে সকল লায়ন্স সদস্যদের সহযোগিতার কথা স্বরণ করে উপস্থিত সকলকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাউথজার্সীর জনপ্রিয় শিল্পী জয়ন্ত সিনহা। ডিনার পরিবেশনের মধ্যে দিয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION