অর্ক হাসান : অস্ট্রেলিয়াভিত্তিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান এডুকেশন কানেক্ট এর ঢাকা অফিস উদ্বোধন করা হয়েছে। গত ২১শে মার্চ (মঙ্গলবার) ঢাকার পান্থপথের গাজী টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিসটি উদ্বোধন করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির কর্ণধর গোলাম মোস্তফা বলেন, এডুকেশন কানেক্ট বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়ার ইচ্ছাকে বাস্তবে রুপদান করবে। শিক্ষা বিস্তারের নতুন দুয়ার খুলতেই আমাদের এই যাত্রা। আশা করি, প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়া গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুল হক, পরিচালক নাদিয়া সুলতানা, অপারেশন ম্যানেজার দিকশিয়া বৈদ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দার্শনিক সোহেল মেহেদী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানটির মুখপাত্র ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব অস্টেলিয়ার আহবায়ক অর্ক হাসান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-অর্থবিষয়ক সম্পাদক ফাহাদ আজগর প্রমুখ।