আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার, ২০২৩ আটলান্টিক সিটির বহুল আলোচিত ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রথম তলা নামাজ আদায়ের জন্য উম্মুক্ত করা উপলক্ষ্যে স্থানীয় মুসলিমদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই মিলিয়ন ডলারে নির্মীত ইসলামিক সেন্টারের প্রথম তলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডের জন্য উম্মুক্ত করা হয়েছে।
ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন সেন্টারটির নির্মান কাজের অগ্রগতিসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিত প্রায় শতাধিক বাংলাদেশীদেরকে অবহিত করে বলেন আগামী ৬ মাসের মধ্যে ইসলামী সেন্টার অফ আটলান্টিক সিটির তিন তলা ভবনের কাজ সম্পন্ন হয়ে যাবে।
তিনি ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির অবশিষ্ঠ কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশের মুসলমানেরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অবশিষ্ঠ কাজ সম্পাদনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন জানান পাঁচ ওয়াক্ত সালাত আয়োজনের জন্য হাফেজ মুজাহিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সবাইকে মসজিদে এসে সালাত আদায়ের জন্য অনুরোধ জানান।