আটলান্টিক ডেস্ক :গত 25 শে জানুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নিউ জার্সির গ্যালোয়েসিটির অতি পরিচিত আরও মা রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে পূর্বে নির্ধারিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গাজী মান্নান, জাহিদ করিম, কাজল বাড়ৈ, মোঃ বাবু, সোলায়মান শ্রেণী আবাদ, নাসির উদ্দিন, কামাল হোসেন, মোঃ কামাল, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিয়া, নার্গিস শ্রেণী আবাদ, আফরোজা মুন্নি, নাসরিন মুন্নি, চৈতি বাড়ৈ, অপরাজিতা সরকার, মেরি কামাল, শামু, ও মহাম্মদ শাহিন প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের প্রাণপ্রিয় সংগঠন কে কিভাবে সুশৃংখল ও গতিশীল করা যায় তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনীত হয় যে আগামী ১৫ই ফেব্রুয়ারি রোজ বুধবার সংগঠনের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হবে।