আটলান্টিক সংবাদ ডেস্ক: ২২ জানুয়ারী,২০২৩ রোজ রবিবার সন্ধ্যা ছয়টায় নিউ জার্সির এগ হারবার টাউনশীপের নিজাম রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে আসাল নিউজার্সি চ্যাপ্টারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসাল নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মেজবা উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি চ্যাপ্টারের ট্রাস্টি বোর্ড প্রধান জাহাঙ্গীর কবির,জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর সাধারন সম্পাদক এবং আসাল সহ-সভাপতি সৈয়দ শহীদ, বোর্ড অব ডিরেক্টর সাংবাদিক আকবর হোসাইন , সহ-সভাপতি সাংবাদিক মোঃ শাহীন, আইটি বিশেষজ্ঞ সহ-সভাপতি মীর হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ এ রহিম, সংগঠনের মহিলা নেত্রী নাজনীন আক্তার জিনাত জাহান, রাহাত জাহান মোঃ আবুল কালাম ফোট ম্যাক্রনসহ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ করোনা ও করোনা পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করেন। আসাল কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজবা উদ্দিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের সময় আসালের একটি প্রতিনিধি দল দীর্ঘদিন ধরে নাভাডা ও রিনোতে ডেমোক্রেট পার্টির পক্ষে প্রচারনা চালিয়ে যে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন তার জন্য আসাল নিউজার্সি চ্যাপ্টারের সভাপতিসহ অন্যান্য সদস্যদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।জনাব মেজবা উদ্দিন বলেন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সম্ভাবনার দূয়ার উম্মোচন করতে হবে। অনুষ্ঠানে ডেমোক্রেট পার্টির পক্ষে কর্মকাণ্ড পরিচালনাকারী বিভিন্ন নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি ফারুক হোসেন বলেন আসাল নিউজার্সি চ্যাপ্টার এবং লোকাল ফিফটি ফোরের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করে আটলান্টিক সিটির ক্যাসিনোর সাধারণ কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৩ ডলার থেকে বৃদ্ধি করে ১৮ ডলারে উন্নত করতে আমরা সক্ষম হয়েছি। বোর্ড অফ ডিরেক্টর জনাব আকবর হোসেন বলেন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষের কল্যাণে এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মেজবাহ উদ্দিন স্থানীয় নেতৃবৃন্দের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের মেধাবী নেতৃবৃন্দদেরকে আরো দায়িত্ববান হওয়ার অনুরোধ জানান । তিনি বলেন সংগঠনের কর্মকান্ডকে আরও গতিশীল করতে হবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করার জন্য নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা জ্ঞাপন করেন। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অনুষ্ঠানটি ডিনার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় রাত দশটায়।