দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের কথাই বেশি চিন্তা করেছেন। তাই দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছেন তারা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত শিখরের দিকে নিয়ে যাচ্ছে।
শনিবার (২১ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে গত বছর স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবিলায় বর্তমান সরকার সফল হয়েছে। এ বন্যায় কেউ না খেয়ে মারা যায়নি।
তিনি আরও বলেন, ৫০ বছরে প্রথম সুরমা নদী ড্রেজিং শুরু হয়েছে। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এবং যৌথভাবে পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এহসানুল হক ফেরদৌস ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।