1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজয়ের মাস ডিসেম্বরে “টেক ব্যাক বাংলাদেশ” শ্লোগানকে সফল করা হবে : নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপি

Mohammed Akbar Hussain
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫২৩ Views

“টেক ব্যাক বাংলাদেশ” শ্লোগানকে সফল সফল করা হবে আগামী ১০ই ডিসেম্বর,:  নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপি

নিউজ ডেস্ক: গত ২৩ই নভেম্বর বূধবার ওয়েষ্ট আটলান্টিক সিটির  স্থানীয় একটি হোটেলের বলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ৫৮তম জন্ম বার্ষিকী পালন  উপলক্ষ্যে নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপি  এবং নিউজার্সী ষ্টেট সাউথ জাসাসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে রাত সাড়ে এগারটায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালী যুক্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্ঠা ও ঢাকা দক্ষিনের আহবায়ক আবদুস সালাম।

নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউছারের সভাপতিত্ত্বে এবং  সাধারন সম্পাদক মোহাম্মদ রহমান বাবুলের সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত হয়েছিলেন নিউইয়র্ক,ও প্যানস্যালভেনিয়া বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপির সাংগাঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপির নেতা ফুয়াদ মামুন,  ইসমাইল হোসেন, সাবেক আহবায়ক  গিয়াসউদ্দিন পাঠান, সদস্য সচিব মোঃ দিদার, প্রধান উপদেষ্ঠা জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশের ,বিশিষ্ঠ ছাত্রনেতা রেজাউল করিম মার্শাল মুরাদ,  নিউজার্সী ষ্টেট সাউথ জাসাস সভাপতি রানা কবির,জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন এবং প্যানস্যালভেনিয়ার বিএনপির সাধারন সম্পাদক নূর উদ্দিন নাহিদ।

প্রধান অতিথী আবদুস সালাম বলেন দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল  অতিক্রম করছে, এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে । তিনি  বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ৫৮তম জন্ম বার্ষিকীতে জন্ম দিনের শুভেচছা জানিয়ে বলেন আগামী দিনগুলিতে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ১০ই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে। ব্যস্ততার কারনে সময়মত ভার্চুয়ালী যুক্ত হতে না পারায় তিনি  বিশেষভাবে দুংখ প্রকাশ করেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। জনাব আশিক ইসলাম বলেন চাপাবাজির মাধ্যমে শেখ হাসিনার দেশ পরিচালনা দিন শেষ। ৬৬ হাজার কোটি টাকার ঞ্চণ খেলাপীরা সবাই অবৈধ প্রধানমন্ত্রীর কাছের লোক এবং বাংলাদেশের লুটেরা। যারা বাংলাদেশের সরকারী এবং বেসরকারী সকল ব্যাংকসহ দেশের রিজার্ভ ইতিমধ্যে খালি করে ফেলেছেন। দেশের দুষ্ঠ লোকদের জন্য শেখ হাসিনার সব আয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাদের সম্পর্কে তিনি বলেন মুখে খেলা হবে বললেও বাস্তবে বিভিন্ন জেলায় বিএনপির  মিটিংয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপস্থিতি দেখে ইতিমধ্যে তার পেঠ খারাপ হয়ে আছে। জাতিকে লুটেরা এবং আওয়ামীলীগের হায়েনাদের থেকে মুক্ত করার জন্য আগামী দিনের বাংলাদেশের অহংকার এবং বাংলাদেশী জাতীয়তাবাদের পথ প্রদর্শক জনাব তারেক জিয়ার আহবানে সাড়া দিয়ে আগামী ১০ই ডিসেম্বর প্রত্যেক নেতাকর্মীদের আত্নীয় স্বজনদেরকে ঢাকায় অনুষ্ঠিত সভাতে যোগদানের ব্যবস্থা করার জন্য সবাইকে আহবান জানান ।তিনি বলেন তারুন্যের অংহকার বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের “টেক ব্যাক বাংলাদেশ” শ্লোগানকে বাস্তবে রূপ দেয়ার জন্য আমাদের সবাইকে একসাথে  কাজ করতে হবে।

তিনি  বলেন বিদেশের মাটিতে সঠিক নেতৃত্ব তৈরী করার জন্য নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপি  এবং নিউজার্সী ষ্টেট সাউথ জাসাসের নেতৃবৃন্দকে নেতাকর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বিএনপির সকল কর্মসূচীকে সোসাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সকলের কাছে তলে ধরার পাশাপাশি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম খুনসহ সকল অপকর্ম তুলে ধরার জন্য আহবান জানান।

বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নিউইর্য়ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা আতিকুর রহমান এবং প্যানস্যালভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ

মাওলানা আতিকুর রহমান বলেন আগামী ১০ই ডিসেম্বর শেখ হাসিনা এবং তার অনুসারীরা পালানোর পথ খুঁজে পাবেনা।তিনি বলেন বাংলাদেশে আন্দোলনের পাশাপাশি আগামী ৭ই ডিসেম্বর থেকে  ১০ই ডিসেম্বর পর্যন্ত নিউইর্য়কে আন্দোলনের প্রস্তুতি চলছে।

প্যানস্যালভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ বলেন তারেক জিার নেতৃত্বে আন্দোলন বেগবান করার ন্য বাংলাদেশের গনতন্ত্র পূনরোদ্ধার করার জন্য কোটি কোটি  জনগন প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন রাজপথ রক্তাত্ত হলেও দেশের জনগন গনতন্ত্র ফিরিয়ে আনবে।

বাংলাদেশের জাতীয় সংগীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রজেক্টরের মাধ্যমে শহীদ জিয়া এবং  তারেক জিয়ার কর্মজীবনী তুলে ধরেন নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপির অন্যতম নেতা কাজী শহিদুল ইসলাম  লিটন।

সভাপতির বক্তব্যে নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মোঃ কাউছার বলেন অবৈধভাবে ক্ষমতায় থাকা ভোটচোর শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তারেক জিয়াকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য জনগন বর্তমানে প্রস্তুত। তাই দেশে এবং বিদেশে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে সকলকে একসাথে কাজ করতে হবে । তিনি পূনাঙ্গ কমিটি গঠনের পর সকল নেতাকর্মীর সহযোগিতায় অনুষ্ঠান সফল করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং  ভবিষ্যতে সকল নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ডিনার পরিবেশন শেষে মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সভায় সাংবাদিকদের জন্য কোন ব্যবস্থা না থাকায়  সাংবাদিকদবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION