আটলান্টিকসংবাদ ডেস্ক: দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশের কুমিল্লা জেলার সন্তান ফারুক খান। এক ছেলে এবং দুই কন্যা সন্তান নিয়ে সুখী সংসার ফারুক খানের পরিবারের। সন্তানদেরকে উচ্চ শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষিত এবং ভাল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অবিরাম প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছিলেন ফারুক দম্পতি।
গত ২৩ জুন ২০২৫, সোমবার আটলান্টিক সিটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল আটলান্টিক সিটির বোর্ড ওয়ার্ক সংলগ্ন জিম হুইলেন কনভেনশন সেন্টারে। সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশীদের সাফল্য ছিল চোখে পড়ার মত। সাড়ে চার শতাধিক ছাত্রছাত্রীর মধ্য ফারুক কন্যা ফাইজা ফারুকের সাফল্য ছিল অভাবনীয়। বিশ্বের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া ফাইজা প্রায় সাড়ে চার শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। ভ্যালেডিক্টোরিয়ান ফাইজা ফারুকের আবেগঘন বক্তব্য পুরো অডিটরিয়ামে এক ভিন্ন ধরনের আবহ সৃষ্টি করে। ফাইজে তার বক্তব্যের শুরুতে বাবা-মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদেরকে দাড়ানোর জন্য অনুরোধ করে বলেন বাংলাদেশে আরাম আয়েশ বাদ দিয়ে আমাদেরকে সুন্দর জীবন দেওয়ার জন্য এদেশে পাড়ি জমিয়ে আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছ।তোমাদের এই অক্লান্ত পরিশ্রম কখনও ভোলার নয়। ফাইজা পরিবেশ বিজ্ঞান(Environmental Science) নিয়ে আগামী চার বছর পড়াশোনা করবে বলে জানান।
অতীতের ন্যায় বাংলাদেশী শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীরা।মেধা তালিকার সেরা দশে স্থান করে নিয়েছেন ফাইজা ফারুক, ইশতিয়াক হোসেন, তানজিয়া চৌধুরী, ইশরাক হোসেন, তাসনূভা তায়েভা, আমেরা মোজাম্মল এবং নাদেরা মান্নান।
ফাইজাসহ অন্যান্য বাংলাদেশী শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাষ্টাস এলামনাই এসোসিয়েশনের সভাপতি আকবর হোসাইন, সাধারন সম্পাদক মীর হোসাইন, আটলান্টিক সিটি বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহীন, নিউজার্সী স্টেট সাউথ বিএনপি এবং বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাইছার এবং সাধারন সম্পাদক সাঈদ দোহা এবং আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী লিটন।