আটলান্টিকসংবাদ ডেস্ক: প্রবাসে জন্মগ্রহনকারী শিশু কিশোরদের পড়াশোনার সহযোগিতার জন্য গত ১৩ নভেম্বর,২০২৪ আটলান্টিক সিটিতে যাত্রা শুরু করেছিল বাংলাদেশীদের পরিচালনায় নতুন প্রতিষ্ঠান শেপার একাডেমী ।
স্কুল শিক্ষার পাশাপাশি শিশু কিশোরদের হোম ওয়ার্ক ,গনিত এবং বিজ্ঞান শিক্ষায় আরও দক্ষ করে গড়ে তোলরা জন্য নতুন আশা এবং প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল “শেপার”। আটলান্টিক সিটির ২৪০২ ফেয়ারমাউন্ট এভিনিউতে গত ১৩ নভেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করলেও ধারাবাহিক অগ্রগতি, পার্কিং সুবিদা, শিশু কিশোরদের ইনডোরে খেলাধুলার কথা বিবেচনায় রেখে বর্তমানে ২৪২০ আটলান্টিক এভিনিউতে সুন্দর এবং প্রশস্ত স্থানে শেপার একাডেমী তাদের অগ্রযাত্রা অব্যহত রেখেছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসাবে সিটি প্রশাসন থেকে আর্থিক সহায়তা পেয়েছে। প্রতিষ্ঠানটির সিইও শিপন সাখাওয়াত বলেন একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলাই হবে শেপারের মূল লক্ষ্য। তিনি জানান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী অর্ধ ডজন শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করানো হয় এবং তাদেরকে সহযোগিতা করছেন বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষক । শিপন সাখাওয়াত এই সামারে আটলান্টিক সিটি এবং পার্শ্ববর্তী সিটির শিশু কিশোরদেরকে বাসায় গেম থেকে দূরে রাখার জন্য তার প্রতিষ্ঠানের সেবা গ্রহনের আহবান জানান।