1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের প্রাইমারী নির্বাচনকে ঘিরে সরগরম আটলান্টিক সিটি।

মোহাম্মদ শাহিন
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৬৯ Views

মোহাম্মদ শাহিন আটলান্টিক সংবাদ ডেস্ক:আগামী ১০ শে জুন,২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ডেমোক্রেট দলীয় প্রার্থীদের প্রাইমারি নির্বাচন। তবে জুন মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত  সিটির জর্জিয়া এভিনিউস্থ চা্র্চের কারাম্বা হলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ভোটররা ভোট দিতে পারবেন।

এই নির্বাচনে ডেমোক্রেট থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকাল ফিফটি ফোর লেবার অর্গানাইজেশানের প্রাক্তন জনপ্রিয় প্রসিডেন্ট বব মেকডেভিট এবং মার্টি স্মল ,তাদের সাথে প্রত্যেক প্যানেলে তিনজন করে কাউন্সিল-এট-লার্জ পদে সর্বমোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উভয় প্যানেলে একজন করে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নির্বাচনে প্রতিদ্বন্ধীতায় রয়েছেন।বাংলাদেশী প্রার্থী এবং ভোটারদের পদচারনায় সরগরম আটলান্টিক সিটি।

ডেমোক্রট দলের মেয়র প্রার্থী ম্যাক ডেভিডের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি লায়ন মোহাম্মদ আকবর হোসাইন ও মাটি স্মল এর প্যানেল থেকে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ।

প্রত্যেক মেয়র প্রার্থী তাদের নিজেদের নিজ নিজ অবস্থান অনুযায়ী প্রচার প্রচারণা চালাচ্ছেন তবে কাউন্সিল এট লার্জ প্রার্থী মোহাম্মদ আকবর হোসাইনের পক্ষে আটলান্টিক সিটির সর্বস্তরের মানুষ দলবেঁধে নিজ নিজ উদ্যোগেই বেশি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর অংশ হিসেবে গত ২৭ মে মঙ্গলবার, ২০২৫ আটলান্টিক সিটির বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির অফিসের মাঠে এক বিশাল বারবিকিউ পার্টির আয়োজন করা হয়, এতে ডেমোক্রেট, রিপাবলিকান সহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ উপস্থিত হয়ে আকবর হোসাইন ও তার প্যানেলকে সমর্থন জানান।

বাংলাদেশের চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় জন্ম গ্রহনকারী এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিসট্রেশান  ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রীধারী জনাব আকবর হোসাইন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে আটলান্টিক সিটিতে বসবাস করছেন এবং বিভিন্ন সময়ে একনিষ্ঠ বন্ধু হয়ে জনগনের পাশে থেকে সর্বদা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আটলান্টক সিটির বিভিন্ন কমিউনিটির জনগনকে।

উচ্চশিক্ষিত ভদ্র, নম্র, প্রকৃতির এক অপূর্ব মানুষ আকবর হোসাইন। ইনকাম টেকস,ও ইমিগ্রশন কনসলটেন্ট এবং আইটি এডমিনিস্ট্রেটর আকবর হোসাইন আটলান্টিক সিটির বাংলাদেশীদের মাঝে আইকন হিসেবে পরিচিত। ভোটারদের ভাষায় আকবর হোসাইন নির্বাচিত হতে পারলে মানুষ যেমন খুশি হবেন তেমনিভাবে উপকৃত হবেন। আটলান্টিক সিটির বাংলাদেশীদের পছন্দের শীর্ষে রয়েছেন তিনি। তাই সিটির বাংলাদেশীদের সকলেই ঐক্যবদ্ধ হয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই সকলের প্রত্যাশা এবং কমিউনিটির মানুষের পাশে আরো সক্রিয়ভাবে থাকার সুযোগ করে দিবে ।

বারবিকিউ পার্টিতে মেয়র প্রার্থী বব ডেবিট ও কাউন্সিল এট লার্জ প্রার্থী আকবর হোসাইন ছাড়াও তার প্যানেলের অপর দুই প্রার্থী স্টিভেন ইয়ং এবং আন্দ্রা উইলিয়াস উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনায় মেয়র প্রার্থী মেক ডেবিট বলেন দুর্নীতি অযোগ্যতা, আর্থিক অনিয়ম,রাস্তাঘাটের করুন  পরিস্থিতি, প্যাসিফিক এভিনিউ এবং আটলান্টিক সিটির বোর্ডওয়ার্কসহ পুরো সিটিতে নিরাপত্তাহীনতা, সিটির সর্বত্র গাঁজার দোকানের অনুমোদনের মাধ্যমে আটলান্টিক সিটি আজ একটি নিম্নমানের সিটিতে রূপ নিয়েছে।

মানুষ এ থেকে পরিত্রাণ চায় এবং তারা সিটির প্রশাসনের আমূল পরিবর্তনের পক্ষে। তাই তিনি প্রতিশ্রুতি দেন মেয়র নির্বাচিত হতে পারলে সকল ক্ষেত্রে পরিবর্তনকে অগ্রাধিকার দিয়ে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সিটিকে সুন্দর পরিচ্ছন্ন সিটিতে পরিনত করা হবে। তিনি বলেন সিটির সাধারন জনগন এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান চায়।

তিনি বলেন জনগন আর ভীতিকর পরিস্থিতির মধ্যে থাকতে চায়না। তিনি আরও বলেন এইবার জনগন ভূল করলে তাদেরকে আরও চার বছর ভীতিকর পরিস্থিতির মোকাবেলা করতে হবে।  পরিবর্তনের এটাই মোক্ষম সময়। তিনি বলেন বর্তমান প্রশাসনের হাতে যেখানে নিজের পরিবার নিরাপদ নয়, সেখানে সিটি কিভাবে নিরাপদ হবে ? নিজেদের স্বার্থে কিছু বাংলাদেশী বর্তমান প্রশাসনকে   সমর্থন করার মাধ্যমে হাজারো বাংলাদেশীর ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচিত হলে বাংলাদেশীদের জীবনমান মান উন্নয়নে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন । আকবর হোসোইনের সমর্থনে বিপুলসংখ্যক মানুষ দেখে তিনি মুগ্ধ হন এবং বলেন এই জোয়ার  গণমানুষের এই স্রোত প্রতিহত করা সম্ভব নয় এই স্রোতের অনুকূলে গিয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION