আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির ১৯৮ ক্যালিফোনিয়া এভিনিউস্থ নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদ্যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে প্রায় ডজন খানেক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান আয়োজকবৃন্দ। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে একাধিকবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে আটলান্টিক সিটিতে কয়েক হাজার বাংলাদেশী বসবাস করছেন । প্রবাসী বাংলাদেশীরা এবং বাংলাদেশী বিভিন্ন সংগঠনে মধ্যে নিউজার্সী ষ্টেট সাউথ বিএনপি, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটি, আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাব, আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব, বাংলাদেশী আমেরিকান এলায়েন্স অব নিউজার্সী, চটগ্রাম বিশ্ববিদ্যলয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশন অব নিউজার্সী, এশিয়ান আমেরিকান সোসাইটি অব নিউজার্সী, সন্দ্বীপ সোসাইটি অব নিউজার্সী, আটলান্টিক সিটি টাইটেন্সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায় ।
একাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত কমিউনিটি অর্গানাইজার কাজী লিটনকে আহবায়ক এবং আইটি বিশেষজ্ঞ মোঃ মনিরুজ্জমানকে সদস্য সচিব করে সম্মিলিত“অমর একুশে উদযাপন” কমিটি গঠন করা হয়েছে। আয়োজকবৃন্দ আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক,সাংস্কৃতিক,পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সন্মান জানানোর জন্য আহবান জানিয়েছেন।