1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

বিএনপি নিউজার্সি ষ্টেট (সাউথ) ইউএসএ’র বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫০২ Views

আটলান্টিকসংবাদ ডেস্ক:  গত ১৮ই ডিসেম্বর ২০২৪, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) নিউজার্সি ষ্টেট (সাউথ) ইউএসএ’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আটলান্টিক সিটির  বাংলাদেশ কমিউনিটি সেন্টারের হল রুমে, নিউজার্সি বিএনপির সহ সভাপতি গিয়াস উ্দ্দিন পাঠানের সভাপতিত্বে এবং  যুগ্ন-সাধারণ সম্পাদক এম এইচ রেজা ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) নিউজার্সি ষ্টেট সাউথের এটি ছিল সবছেয়ে বড় সভা। সংগঠনের সভাপতি সৈয়দ মোঃ কাউছারসহ কয়েকজন নেতাকর্মী  ওয়াশিংটনের ভারতের দূতাবাসের সামনে  সচেতন বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে  আয়োজিত পদযাত্রায় অংশ নেয়ার কারনে নিউজার্সীতে ফিরতে দেরী হওয়ায় অনুষ্ঠান শুরু হয় রাত ৮টায়।

সামাজিক এবং রাজনৈতিক বিরোধের কারনে গত কয়েক বছর ধরে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়নি বিএনপির কোন সভা। দীর্ঘদিন পর অধিকাংশ নেতাকর্মী মনমানিল্য ভূলে সবাই মিলে অনুষ্ঠানে অংশ গ্রহন করায় ভিন্নধর্মী আমেজ তৈরী হয় অনুষ্ঠানে।

আলোচনা, সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের  পর বাংলাদেশের জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন শেষে শুরু হয় আলোচনা সভা, ও দ্বিতীয় পর্বে ছিল মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংগীতানুষ্ঠান।

সভায় বক্তব্য রাখেন নিউজার্সি বিএনপি প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক রহমান বাবুল, জাসাস সভাপতি রানা কবির, মোঃ দিদার, আমিনুর রহমান, ওবাউদুর রহমান লিমন, নাসির উদ্দিন, ফোরকান আহমেদ, এম আই কায়সার, জিটনী এসোসিয়েশন সভাপতি তানভীর শাহান, মমিনুল হক মামুন, সামিউল আহসান খান, মনির হোসেন, মুক্তিযোদ্ধা আহসান,নাসির আহমেদ শিকদার ইকবাল মোঃ আইয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ পিন্ডির শিকল থেকে বাংলাদেশ মুক্ত হওয়ায় শোকরানা আদায় করেন। অবিলম্বে ভারতীয় দালালদেরকে আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের কাছে তারা অনুরোধ জানান।বিভিন্ন মিডিয়াতে আমাদের দেশের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রোপাগাণ্ডা সহ সর্বদা অপ্রতিবেশী সুলভ এবং শত্রুতা মন মানসিকতা সম্পন্ন আচরণের জন্য নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রবাসেও বাংলাদেশীরা বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে ছিলেন।

বিশেষ করে রেমিটেন্স  পাঠানো বন্ধ করে দিয়ে দেশের আর্থিক লেনদেন এবং বানিজ্যের ক্ষেত্রে যে সংকট তৈরী করে ছিলেন তার মাধ্যমে  হাসিনার পালিয়ে যাওয়া তরান্বিত হয়। তাই প্রবাসীদেরকে সঠিকভাবে মূল্যায়নের আহবান জানান।

অনুষ্ঠান আয়োজনে বেঙ্গল ক্লাবের নেতৃবৃন্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) নিউজার্সি ষ্টেট সাউথের নেতৃবৃন্ধ গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় সংগঠনের সভাপতি সৈয়দ মোঃ কাউছার, সাধারন সম্পাদক রহমান বাবুল এবং নিউজার্সি বিএনপি সাউথের প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

দ্বিতীয় পর্বে ছিল মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আসিফ আনোয়ার, জয়ন্ত সিনহা, হেলাল হাসান, শহিদুল ইসলাম, সোহেলসহ অন্যান্য শিল্পীবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION