আটলান্টিক সিটি থেকে দীপংকর মিত্র: যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের সাউথজার্সীর আটলান্টিক সিটির সুপরিচিত রিয়েল এষ্টেট টাইকুন ডাঃ সন্তোষ ভৌমিক গত পহেলা জানুয়ারী রবিবার সন্ধ্যায় পরলোক গমন করেছেন।দীর্ঘদিন পারকিনসনসহ নানাবিধ বার্ধক্যজনীত রোগে আক্রান্ত হয়ে আটলান্টিক সিটির হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন ৭৫ বছর বয়সী ডাঃ সন্তোষ ভৌমিক।গত কয়েকদিন ধরে তার সাউথজার্সীর নর্থফিল্ডের বাসায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন সহধর্মীনি ডাঃ বিথীকা ভৌমিক। শত চেষ্টার পরও নর্থফিল্ডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাঃ সন্তোষ ভৌমিক । মৃত্যকালে তিনি স্ত্রী,একমাত্র ছেলে ডাঃ সুভাশীষ ভৌমিক, তার স্ত্রী সারাহ ভৌমিক, মেয়ে সাহিত্যিক অনুরাধা ভৌমিক,সহোদর অশোক ভৌমিক, বিশ্বজিত ভৌমিক ,ছোট বোন ডাঃ কাজল ভৌমিক ছাড়াও অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। গত ৩রা জানুয়ারী পারসোল পিঊনারেল হোমে ধর্মীয় রীতিনীতি অনুসরন শেষে সন্তোষ ভৌমিকের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয় । বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবার দেবেন্দ্রনাথ এবং বিমলা ভৌমিকের সন্তান ডাঃ সন্তোষ ভৌমিক ১৯৯৩ সালে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। অক্লান্ত পরিশ্রমী সন্তোষ ভৌমিক গত প্রায় দুইযুগ ধরে রিয়েল এষ্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং প্রায় অর্ধশতাধিক বাড়ি এবং এপার্টমেন্টের মালিক হয়েছিলেন।
ডাঃ সন্তোষ ভৌমিককের মৃত্যুতে শোক প্রকাশ করেন জাগরনী কালচারাল সংঘের নেতৃবৃন্দ, আটলান্টিক সিটি শ্রী শ্রী গীতা সংঘের নেতৃবৃন্দ, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি শ্রী কনক রাউথ, সাধারন সম্পাদক আকবর হোসাইন, ট্রেজারার শ্রী পিন্টু রয়, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক মোহাম্দ শাহীন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ, এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সূমন মজমুমদার এবং সাধরন সম্পাদক মোঃ শাহীনসহ আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।