1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

প্রবাসীদের ভালবাসায় সিক্ত হলেন আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের নির্বাচনে জয়ী বাংলাদেশীরা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯৪ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক: বিজয় মানে আনন্দ। আর সেই বিজয় যদি আসে বিদেশীদের সাথে প্রতিদ্বন্ধিতাপূর্ন নির্বাচনের মাধ্যমে, তাহলে আনন্দটা বেড়ে যায় বহুগুন। গত ৭ই নভেম্বর,২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল আটলান্টিক সিটির মেইন স্টীম সংগঠন জিটনি মালিক এসোসিয়েশনের নির্বাচন। প্রায় ১১০ বছরের পূরনো সংগঠনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে বাংলাদেশীদের মনোনীত সভাপতি প্রার্থী তানভীর হাসান সাহান সহ-সভাপতি জাকিরুল ইসলাম খোকা, ও মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিপুল ভোটে নির্বাচিত হন।

এই উপলক্ষ্যে গত ২৬ই নভেম্বর,২০২৪ মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির নির্মানাধীন নিজস্ব ভবনে বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির পক্ষ থেকে নির্বাচিত সকল কর্মকর্তাদের জন্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রায় ৫০ মিলিয়ন ডলারের বাজেটের সাথে সম্পৃক্ত আটলান্টিক সিটির বিশেষায়িত এবং নির্ভরযোগ্য পরিবহন জিটনী চালকেরদের এই সংগঠন। একসময় যে সকল বাংলাদেশীরা ক্যাসিনোর চাকুরী এবং টেক্সী চালনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে অনেকেই সৎ উপার্জনের প্রত্যাশায় এই ব্যবসার সাথে সম্পৃক্ত হন। প্রায় ৩১ জন বাংলাদেশী এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে। বাংলাদেশী, পাকিস্তানী, ইজিপ্শিয়ানসহ এশিয়ান জিটনী চালকদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের প্রায়  ১৯০ জন জিটনী মালিক এই সংগঠনের সাথে ভোটার।

বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খানসহ সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় এই বিজয় উৎসবে  ছিলেন সবাই উৎফুল্ল।নির্বাচিত সভাপতি তানভীর হাসান সাহান, সহ-সভাপতি, জাকিরুল ইসলাম খোকা ও সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাখন এই নির্বাচনে কিভাবে জয় ছিনিয়ে এনেছিলেন তা জানার আগ্রহ ছিল উপস্থিত সবার । নির্বাচিত নেতৃবৃন্দ জানান বাংলাদেশীরা সব জায়গায় দলে দলে বিভক্ত। কিন্ত জিটনী নির্বাচনের ক্ষেত্রে সবার ব্যক্তিগত চাওয়া পাওয়াকে বাদ দিয়ে বাংলাদেশীদের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব প্রদান করা হয়েছে।  তাই নির্বাচনে জয় সম্ভব হয়েছে।তারা জিটনী মালিক সমিতির বাংলাদেশীসহ সকলকে তাদেরকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও সুন্দর একটি সংবর্ধনা সভা আয়োজনের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সকল নেতৃবৃনদকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

মেইন স্ট্রীম রাজনীতির সাথে সম্পৃক্ত এই সংগঠনের নেতৃবৃন্দকে স্বল্পতম সময়ের মধ্যে আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করাই প্রশংসাই ভাসছেন সংগঠনটির নেতৃবৃন্দ। আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান জানান তারা আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনে নবনির্বাচিত কর্মকর্তাদেরকে সংবর্ধনা দিতে পেরে খুবই আনন্দিত।তিনি বলেন সকলকে সাথে নিয়ে আটলান্টিক সিটির উন্নয়ন এবং মেইন স্ট্রীম রাজনীতির সাথে সম্পৃক্ততা এখন সময়ের দাবি। আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের নির্বাচনে জয়ের মাধ্যমে বাংলাদেশীরা যেভাবে ইতিহাস সৃষ্ঠি করেছে ঠিক তেমনি আজকের সভায় সিটির বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিও সিটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথজার্সীর সাধারন সম্পাদক এবং জিটনী   এসোসিয়েশনের সহ-সভাপতি জাকিরুল ইসলাম খোকার অনুষ্ঠানে যোগ দেয়ায় বিশেষভাবে ধন্যবাদ জানান শহীদ খান। তিনি আরো বলেন আরো একবার প্রমানিত হলো একতাবদ্ধ থাকলে সূদুর প্রবাসেও আমরা সফল হতে পারি।

সংগঠনের সভাপতি শহীদ খানের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছিলেন  সাউথজার্সির সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত প্রায় শতাধিক প্রবাসী এবং তাদের পরিবারবর্গ। সাজানো- গোছানো অনুষ্ঠানে এসেছিলেন জিটনী ব্যবসার সাথে সম্পৃক্ত সবাই।

সভায় আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটি এবং আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আকবর হোসাইন, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ শাহীন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ বিএনপি অফ নিউজার্সী সাউথের সাধারণ সম্পাদক রহমান বাবুল, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এবং সাধারন সম্পাদক ইমরান ভূইয়া,আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের সাধারন সম্পাদক কাজল বারই, লোকাল ফিফটি ফোর এবং জাালাবাবাদ এসোসিয়েশন অফ সাউথজার্সীর সাধারন সম্পাদক সাঈদ শহিদ, বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির কর্মকর্তা আজিজুল ইসলাম ফেরদৌস, জাালাবাবাদ এসোসিয়েশন অফ সাউথজার্সীর সভাপতি আমিরুল ইসলাম টফি, আহসান হাবিব,কাঞ্চন বল,জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফরহাদ সিদ্দিক, জিটনি এসোসিয়েশনের পক্ষ থেকে খসরু কামাল, সভাপতি সাহানের পত্নী জেরিন তানমিম শ্রীতি এবং মনির হোসেন, কমিউনিটি নেতা শেখ আমিন, আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলম্যান মোহাম্মদ মামুনুল হক,  মোহাম্মদ আলী তানু এবং সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য এইবারই প্রথম তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে বাংলাদেশীদের মনোনীত সভাপতি প্রার্থী তানভীর হাসান সাহান  সহ-সভাপতি, জাকিরুল ইসলাম খোকা, ও মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।মূলত এই নির্বাচন ছিল এশিয়ান এবং গ্রীকদের মধ্যে । দীর্ঘদিন সভাপতির আসনে থাকা গ্রীসের ম্যাননি ম্যাথিওডাকিস সহ-সভাপতি পদে নির্বাচন করেন এবং জাকিরুল ইসলাম খোকার কাছে পরাজিত হন। জাকিরুল ইসলাম খোকা পান ৯৪ ভোট এবং ম্যাননি ম্যাথিওডাকিস পান ৮১ ভোট। নির্বাচিত সভাপতি মোঃ তানভীর হাসান সাহান ৯৭ এবং সাধারাণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাখন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।

সভায় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী  জয়ন্ত সিনহা,আসিফ আনোয়ার এবং জামান। অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির উপদেষ্টা আজিজুল ইসাম ফেরদৌস এবং বেঙ্গল ক্লাবের সাধারন সম্পাদক কাজল বরাইয়ের জন্মদিন এবং আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের জয়ীদের উদ্দেশ্যে কেক কাটেন নেতৃবৃন্দ। রাতের ডিনার পরিবেশনের মধ্য দিয়ে এবং সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সভাপতি শহীদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION