আটলান্টিকসংবাদ ডেস্ক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অন্যান্য বছরের ন্যায় এইবছরও সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের জন্য নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করল আটলান্টিক সিটিতে।গত ১২ নভেম্বর,২০২৪ মঙ্গগলবার সকাল দশটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই সেবা প্রদান করা হয়। প্রবাসে বসবাসরত বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে এই ধরনের সেবাই বাংলাদেশীরা প্রত্যাশা করে থাকে। এই প্রত্যাশাকে সামনে রেখেই বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরল ইসলাম বাবুল এবং জাকিরুল ইসলাম খোকার নেতৃত্বাধীন সংগঠনটি এই বছর প্রায় তিন শতাধিক বাংলাদেশীদেরকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদানের জন্য কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আনিসুজামান, কাউন্সিলর প্রসূন কুমার চক্রবর্তী, পারভেজ আহমদ,মোঃ বশির আহমদ,মোঃ আসাদুরজামান,এস এম মফিজউদ্দীন ,মোকসেদুর রহমান,শফিকুল ইসলাম।
নিউজার্সী ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য ষ্টেটের প্রবাসী বাংলাদেশীরা নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই সেবা গ্রহনের জন্য সকাল ৯টা থেকে উপস্থিত হয়েছিলেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার মধ্যে ছিল মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা জন্য পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিল, নোটারী সার্ভিস, বাংলাদেশী বিভিন্ন ডকুমেন্ট এটাস্টেশানসহ অন্যান্য সেবা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা বেলাল হোসেন, সিরাজ উদ্দীন, মো: মনিরুজ্জামান, বেলাল উদ্দিন,জাকির হোসেন,মো. রফিক,মো:আইয়ুব, রহমান বাবুল, শেখ আমিন, শাহরিয়ার আহমেদ, শাহনুর নান্না,গিয়াস উদ্দিন পাঠান, মাহমুদ শাহ এবং রওশন উদদীনের সার্বিক সহযগিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিীরা এই সেবা গ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।