গুলিস্তানের বঙ্গব্ন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয়বাংলা’ স্লোগান এবং ‘শেখ হাসিনা আবারো ফিরে আসবেন’ বলায় বেশ কয়েকজনে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ‘ছাত্র-জনতা’।
রোববার সকাল থেকে ওই এলাকায় কারো গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হলে তাদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, “সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয় ও নূর হোসেন চত্বর এলাকা থেকে অন্তত ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
“সন্দেহ হলেই ছাত্র-জনতা কাউকে আটক করে আমাদের কাছে দিচ্ছে। আমরা এখন পর্যন্ত ১০-১২ জনকে হেফাজতে নিয়েছি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে’ মাঠপার্যায়ে পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানিয়েছেন ডিএমপির এই উপ কমিশনার। তবে প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
নূর হোসেন দিবসে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি প্রতিহতে রোববার সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি, এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও বিষম্যবিরোধী ছাত্ররা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধরের পর পুলিশে দেন বিএনপি নেতা-কর্মীরা। যাদের ধরা হয়েছে, তারা কেউ কেউ ‘জয় বাংলা’, আবার কেউ ‘শেখ হাসিনা দেশে ফিরবেন’ বলে স্লোগান দেন।
বেলা ১টার দিকে এক বয়স্ক ব্যক্তি এসে ‘জয়বাংলা’ স্লোগান দিতেই তাকেও মারধর করে পুলিশে দেওয়া হয়।
স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ; যেটি সরকার পতনের পর রাজপথে দলটির প্রথম কর্মসূচি।
ওই কর্মসূচি প্রতিহত করতে শনিবার মধ্যরাতেই ‘ছাত্র-জনতা’ ও ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন একদল মানুষ। ছাত্রদলের নেতাকর্মীদেরও সেখানে বিক্ষোভ করতে দেখা যায়।