আটলান্টিক সংবাদ ডেস্ক: সঠিক পরিকল্পনা এবং সাউথ এশিয়ানদের মধ্যে ঐক্যবদ্ধতা কিভাবে সাফল্যের সর্বোচ্ছ চূড়ায় পৌঁছাতে পারে তার প্রমান আটলান্টিক সিটির জিটনী এসোসিয়েশনের সদ্য অনুষ্ঠিত নির্বাচন।গত ৭ই নভেম্বর,২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল আটলান্টিক সিটির সুপরিচিত সংগঠন জিটনি এসোসিয়েশনের নির্বাচন।সময়ের চাহিদা এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নুত রাখার লক্ষ্যে ক্যাসিনোর চাকুরী ছেড়ে প্রায় ৩০ জন বাংলাদেশী এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন। ১০৯ বছরের পুরনো ঐতিহ্যবাহী জিটনি চালনার সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পায় গত দুই যুগ ধরে। তিন বছর পরপর অনুষ্ঠিত এই নির্বাচনে গত এক যুগ ধরে সক্রিয় ছিলেন গত দুইবারের নির্বাচিত সহ-সভাপতি আবদুল কুদ্দুস মাখন। দীর্ঘ দিন পরে হলেও তার সার্বিক সহযোগিতায় বংলাদেশী, পাকিস্তানী, ইজিপ্শিয়ানসহ এশিয়ান জিটনী চালকবৃন্দ একতাবদ্ধ হয়ে নির্বাচন করেছেন । রুট নির্ধারন, নতুন নতুন রুট অনুসন্ধান, ১৯০ জন সদস্যের জিটনী স্ক্যাজুয়াল তৈরী করা, সিটি প্রশাসন এবং ক্যাসিনোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সদস্যদের আর্থিক উন্নয়নে আটলান্টিক সিটির জিটনী এসোসিয়েশন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।আটলান্টিক সিটির ক্যাসিনোগুলোর ম্ধ্যে কাষ্টমার পরিবহনে ১০৯ বছর ধরে জিটনি এসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এইবারই প্রথম তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই নির্বাচনে বাংলাদেশীদের মনোনীত সভাপতি প্রার্থী তানভীর হাসান সাহান সহ-সভাপতি, জাকিরুল ইসলাম খোকা, ও মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।মূলত এই নির্বাচন ছিল এশিয়ান এবং গ্রীকদের মধ্যে । দীর্ঘদিন সভাপতির আসনে থাকা গ্রীসের ম্যাননি ম্যাথিওডাকিস সহ-সভাপতি পদে নির্বাচন করেন এবং জাকিরুল ইসলাম খোকার কাছে পরাজিত হন। জাকিরুল ইসলাম খোকা পান ৯৪ ভোট এবং ম্যাননি ম্যাথিওডাকিস পান ৮১ ভোট। নির্বাচিত সভাপতি মোঃ তানভীর হাসান সাহান ৯৭ এবং সাধারাণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাখন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন।
আটলান্টিক সিটিতে এই সংগঠনে ১৯০ জন কার্যকরী সদস্য রয়েছেন তার মধ্যে ৩০ জনেরও অধিক বাংলাদেশী সদস্য রয়েছেন এবং তারা অতি সুনামের সাথে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশী কমিউনিটির অনেক গুণী, জ্ঞানী ও পরিচিত ব্যক্তিরা জিটনি পেশায় র্তমানে নিয়োজিত আছেন। অনেকে নির্বাচনে অংশগ্রহণ না করলেও বাংলাদেশীদের এই নিরঙ্কুশ বিজয়ে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক ভূমিকা ছিল।
এদিকে বাংলাদেশীদের বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি সাংবাদিক আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ শাহীন। আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী লিটন।চট্র্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এলামনাই এসোসিয়েশন সাধারন সম্পাদক মীর হোসেন, আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাবের সভাপতি মোঃ ফারুক তালুকদার এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথজার্সীর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ,এশিয়ান আমেরিকান সোসাইটি অফ আটলান্টিক সিটির সাবেক সভাপতি সুমন মজুমদার, বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সী এবং বিএনপি নিউজার্সী সাউথের সভাপতি সৈয়দ মোহাম্মদ কাউছার এবং সাধারণ সম্পাদক রহমান বাবুল,সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এবং সাধারন সম্পাদক ইমরান ভূইয়া,আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির এবং সাধারন সম্পাদক কাজল বারই।