মোঃ শাহীন: আগামী ৫ ই নভেম্বর,২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নির্বাচন। যুক্তরাষ্ট্রের জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির ৫ নং ওয়ার্ড থেকে ডেমোক্রেট দলের সমর্থনে প্রার্থী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সর্বজন পরিচিত ও যোগ্যপ্রার্থী মামুনুল হক।
মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৭শে অক্টোবর সন্ধ্যায় আটলান্টিক সিটি প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । কাউন্সিলম্যান প্রার্থী মামুনুল হক বলেন যে ভাবে ভোটারদের সাড়া পাচ্ছি বিশেষ করে বাংলাদেশী ভোটারদের কাছ থেকে তাতে আশা করি বিজয় নিশ্চিত।
উল্লেখ্য স্থানীয়ভাবে বাংলাদেশীদের মাঝে ব্যাপক দ্বন্দ্ব বিরাজমান থাকলেও আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নির্দেশে সকল সংগঠনের বিশেষ করে বড় দুটি সামাজিক সংগঠনের প্রথম সারির নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছেন একত্রিত হয়ে কাজ করে ডেমোক্রেট সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য। জানা গেছে এই ধাপে সফলতা অর্জন করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশীদের মধ্য থেকে মেইন ষ্ট্রীম রাজনীতির আরো বড় পদে অধিষ্ঠিত হতে পারবেন বাংলাদেশীরা। নির্বাচনে অগ্রগতি নিয়ে জানতে চাইলে প্রার্থী ও তার সহোদর জহিরুল ইসলাম বাবুল সাংবাদিকদের কে জানান ৫ম ওয়ার্ডে অধিকাংশ ভোটার ডেমোক্রেট দলের সমর্থক। এছাড়াও এখানে শতাধিক বাংলাদেশী ভোটার রয়েছে তারা সঠিকভাবে মূল্যায়ন করে ভোট প্রদান করলে আমাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। তাই বাংলাদেশী প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। সবাই পরিবারের নিজস্ব ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে অনেকে আবার পুরনো শত্রুতা ভুলে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থী ও তার নিকটতমদের কাছ থেকে জানা গেছে আজ ২৯ শে অক্টোবর রোজ মঙ্গলবার আটলান্টিক সিটির ব্রাইটন এভিনিউস্থ হলরুমে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। আরো জানা গেছে এখানে নির্বাচনের ব্যয়ের জন্য যদি কেহ সাহায্য সহযোগিতা প্রদান করতে চান তা সানন্দে গ্রহণ করা হবে।
স্থানীয় বাংলাদেশিরা মনে করেন সকল বাংলাদেশীরা একত্রিত হয়ে আন্তরিকতার সহিত মামুনুল হকের পক্ষে কাজ করলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারবেন। এক্ষেত্রে মামুনুল হক বলেন আমি যদি বিজয়ী হতে পারি তাহলে বাংলাদেশী এবং সকল ভোটারদের কাছে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে একাগ্র চিত্তে পাশে থেকে কাজ করে যাব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকও আটলান্টিক সিটিপ্রেস ক্লাবের সভাপতি আকবর হোসাইন, সাংবাদিক এবং আটলান্টিক সংবাদ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহিন, বিশিষ্ট সাংবাদিক ও এবিএনএ নিউজ পোর্টালের সম্পাদক শওকত শিমুল, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি এবং কমিউনিটির অতি পরিচিত মুখ জহিরুল ইসলাম বাবুল।