মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরেকটি বছর। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগতম ইংরেজি নববর্ষ ২০২৩।
অনেক প্রাপ্তি, হতাশা ও নানা ঘটনা-দুর্ঘটনায় শেষ হলো ২০২২। শনিবারের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ ও না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে এবং আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৩। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করছে নতুন বছরকে।
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অনলাইন আটলান্টিক সংবাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহিন। তিনি বলেন, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে নতুন আশা, নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে হবে সমৃদ্ধির পথে। বছরের এই শুভ নব মুহূর্তে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি।